এক্সপ্লোর
Gautam Adani: পুরীতে জগন্নাথ দর্শন গৌতম আদানির, স্ত্রীর সঙ্গে একত্রে অগণিত ভক্তদের জন্য রাঁধলেন 'প্রসাদ'; নিজে হাতে করলেন বিতরণও
Gautam Adani Puri Visit: এই ৯ দিনের টানা উৎসবে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এসে উপস্থিত হন পুরীতে। আর এখানকার ইসকন রান্নাঘরে প্রসাদ সেবাতেও যোগ দেন আদানি পরিবার।
পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় অংশ নিলেন আদানি
1/10

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং তাঁর স্ত্রী প্রীতি আদানি পুরীর জগন্নাথ মন্দির দর্শন করলেন আজ শনিবার ২৮ জুন।
2/10

বিশ্বখ্যাত পুরীর রথযাত্রা শুরু হয়েছে গতকাল, চলবে ৮ জুলাই পর্যন্ত। আর এরই মধ্যে এই রথযাত্রার শুভ অনুষ্ঠানে অংশ নিলেন আদানি পরিবার।
3/10

এই ৯ দিনের টানা উৎসবে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এসে উপস্থিত হন পুরীতে। আর এখানকার ইসকন রান্নাঘরে প্রসাদ সেবাতেও যোগ দেন আদানি পরিবার।
4/10

গৌতম আদানি স্বয়ং এবং তাঁর স্ত্রী প্রীতি আদানি একত্রে ভক্তদের জন্য প্রসাদ রান্নায় হাত লাগান। শুধু তাই নয়, তিনি নিজে হাতে ভক্তদের প্রসাদ পরিবেশনও করেন।
5/10

ইসকন কিচেনেই এই প্রসাদ পরিবেশন করা হয়েছিল। এই বছর জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিশালাকায় রথ দেখতে ভিড় করেছিলেন লক্ষ লক্ষ ভক্ত।
6/10

রথের দিনে পুরীর মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় রথ। সেখানে এক সপ্তাহ থেকে আবার নিজের বাড়িতে ফিরে আসবেন জগন্নাথদেব।
7/10

আজ ২৮ জুন সকালেই ভুবনেশ্বরে এসে উপস্থিত হয়েছিলেন গৌতম আদানি এবং তাঁর স্ত্রী প্রীতি আদানি।
8/10

ইনস্টাগ্রামে অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করার সময় গতকাল গৌতম আদানি লিখেছেন যে, 'আজ থেকে শুরু হওয়া এই ঐশ্বরিক যাত্রা সেই মুহূর্ত যখন ঈশ্বর স্বয়ং ভক্তদের মধ্যে এসে উপস্থিত হন আর তাদের দর্শন দেন।'
9/10

তিনি আরও লেখেন, 'এটি কেবল একটি যাত্রা নয়, বরং ভক্তি, সেবা ও নিষ্ঠার এক অনন্য উদযাপন।'
10/10

রথযাত্রার সময়ে ৮ জুলাই পর্যন্ত ইসকন এবং আদানি গ্রুপ দ্বারা শুরু করা 'প্রসাদ সেবা'তে ভক্তদের ডাল, ভাত, সবজি, রুটি এবং মিষ্টি দেওয়া হচ্ছে। এছাড়াও স্বস্তি দিতে ফল, ফলের রস এবং শেকও দেওয়া হচ্ছে ভক্তদের।
Published at : 28 Jun 2025 04:45 PM (IST)
View More
Advertisement
Advertisement






















