এক্সপ্লোর
Gold Price Today : বিয়ের মরশুমে সোনার দামে এল সুখবর, জেনে নিন বাংলায় আজকের রেটচার্ট
Gold Price : সোনার দোকানে কেনাকাটাও বাড়ে। তাই নজর থাকে নিত্যদিনের সোনার দামে ওঠানামাতেও।

সোনা রুপোর দর
1/8

পৌষ মাস পড়ার আগে অনেকেই শুভ কাজ সেরে রাখতে চান। সেই সঙ্গে সোনা কেনার মতো শুভ কাজও অঘ্রাণের মধ্যেই সেরে রাখেন অনেকে। অঘ্রাণ শেষ হতে বেশি দেরি নেই।
2/8

এখন থেকেই সোনা কিনতে তুঙ্গে থাকবে ব্যস্ততা। এইসময় সোনার দোকানে কেনাকাটাও বাড়ে। তাই নজর থাকে নিত্যদিনের সোনার দামে ওঠানামাতেও।
3/8

প্রতিদিন সোনা-রুপোর (gold price) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
4/8

২৪ ক্যারেট (Fine Gold 995)সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৬২০৭ টাকা।
5/8

২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৯৯৬ টাকা।
6/8

২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৬৪৮ টাকা।
7/8

১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৯৪১ টাকা।
8/8

রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৭৪৭৭৭ টাকা
Published at : 06 Dec 2023 03:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
