এক্সপ্লোর
Gold Price Today: মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, আজ রাজ্যে কত চলছে দাম ?
Gold Price
1/8

এক লাফে প্রতি গ্রামে ১০০ টাকার বেশি বাড়ল ২৪ ক্যারাট সোনার দাম। ক্রমেই দুর্মূল্য হচ্ছে সোনা। আগে ৭১,০০০ পেরিয়েছিল দাম, এবার ৭২,০০০-এর ঘরে ঢুকে পড়েছে এই সোনা। সাধারণ মধ্যবিত্তরা কি আর হাত দিতেই পারবেন না ? আজ রাজ্যে কত চলছে দাম ?
2/8

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর।
Published at : 12 Apr 2024 01:00 PM (IST)
আরও দেখুন






















