By : ABP Ananda | Updated at : 12 Apr 2024 01:00 PM (IST)
Gold Price
1/8
এক লাফে প্রতি গ্রামে ১০০ টাকার বেশি বাড়ল ২৪ ক্যারাট সোনার দাম। ক্রমেই দুর্মূল্য হচ্ছে সোনা। আগে ৭১,০০০ পেরিয়েছিল দাম, এবার ৭২,০০০-এর ঘরে ঢুকে পড়েছে এই সোনা। সাধারণ মধ্যবিত্তরা কি আর হাত দিতেই পারবেন না ? আজ রাজ্যে কত চলছে দাম ?
2/8
যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর।
3/8
প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।
4/8
আজ ১২ এপ্রিল শুক্রবার দাম আবার লাফিয়ে বাড়ল সোনার। বৃহস্পতিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম হু হু করে বেড়েছে। গতকালের থেকে আজ শুক্রবার গ্রাম প্রতি ১১০ টাকা বেড়ে হয়েছে ৭২৭৪ টাকা।
5/8
অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ১০৭ টাকা বেড়ে হয়েছে ৭০২৭ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৬১৯ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৭৯০ টাকা। রুপোর দাম আজ অবাক করা হারে বেড়ে গিয়েছে। আজকের রুপোর দাম ৮৩,৮১৬ টাকা প্রতি কেজিতে।
6/8
আজকের সোনার দর (১২ এপ্রিল, ২০২৪): সোনা ওজন দাম (টাকায়) ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭২৭৪ ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭০২৭ ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৬১৯ ১৮ ক্যারেট ১ গ্রাম ৫৭৯০ রুপো (৯৯৯) ১ কেজি ৮৩৮১৬
7/8
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
8/8
১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।