এক্সপ্লোর
Gold Rate Today: বাজেটের আগে দাম কমল সোনার, আজ রাজ্যে কত যাচ্ছে রেট ?
Gold Rate Today: আজ কি সোনা কেনার দিন, বাজেটের আগে দাম কমেছে। জানুন রাজ্যে কত যাচ্ছে রেট ।
আজ রাজ্যে দাম কমেছে, কিনতে গেলে কত লাগছে সোনার রেট ?
1/7

বিনিয়োগের ক্ষেত্রে এই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে।
2/7

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
Published at : 22 Jul 2024 04:11 PM (IST)
আরও দেখুন






















