এক্সপ্লোর
In Pics Citroen C3: প্রচুর ফিচার নিয়ে আগামী মাসেই ভারতের বাজারে, ১ জুলাই শুরু বুকিং
নিজস্ব চিত্র।
1/8

ভারতের গাড়ি বাজারে আগ্রহ রয়েছে একাধিক গাড়ি সংস্থার। তেমনই একটি সংস্থা সিত্রোয়েন (Citroen)। ফ্রান্সের এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভারতের বাজারের জন্য়ও একাধিক গাড়ি বাজারে এনেছে। এবার তাদের নতুন বাজি C3। এসইউভি ডিজাইন অনুসরণ করে তৈরি হয়েছে এই হাচব্যাক। এমনটাই জানিয়েছে সিত্রোয়েন।
2/8

দৈর্ঘ্যে ৩৯৮১ মিলিমিটার সিত্রোয়েন সি থ্রি। চওড়ায় ১৭৩৩ মিলিমিটার। উচ্চতাতেও চমক দেবে গাড়িটি। C3-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৮৬ মিলিমিটার। হুইলবেস ২৫৪০ মিলিমিটার।
Published at : 09 Jun 2022 02:51 PM (IST)
আরও দেখুন






















