এক্সপ্লোর
Maruti Alto K10: স্টাইলের সঙ্গে নজর সুরক্ষাতেও, কী কী রয়েছে নতুন Alto K10-এ
New Car Launched: গাড়ির স্টাইলও নজর কেড়েছে। দেখলে মনে হবে নতুন সেলেরিওর (Celerio) ডিজাইনের প্রভাব রয়েছে এর উপর।
নিজস্ব চিত্র
1/8

দীর্ঘদিন ভারতের ছোট গাড়ির বাজারে দাপিয়ে বেরিয়েছিল এই মডেলটি। ফের তা নতুন রূপে বাজারে আসছে, এই খবর বেরনোর পরেই কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে বাজারে এল মারুতির নতুন অল্টো কে ১০ (Maruti Alto K10)। নিজস্ব চিত্র
2/8

দামের ক্ষেত্রেও থাকছে চমক। নতুন K10-এর দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে। আগের মডেলের তুলনায় উচ্চতায় এবং দৈর্ঘ্যে বেশ খানিকটা বেশি। ১০০০ সিসির এই অল্টোর পাশাপাশি অবশ্য ৮০০ সিসি ইঞ্জিনের অল্টোও বাজারে থাকছে। নিজস্ব চিত্র
Published at : 18 Aug 2022 04:03 PM (IST)
আরও দেখুন






















