Perfume Ban in Flight: বিমানে পারফিউম ব্যবহার করা যাবে না পা ! নয়া নিয়ম আনছে ডিজিসিআই
By : ABP Ananda | Updated at : 03 Oct 2023 03:40 PM (IST)
Flight
1/8
Flight News: ভারতে পাইলট ও ফ্লাইট ক্রুদের জন্য নতুন নিষেধাজ্ঞা ! শীঘ্রই নয়া নোটিস দিতে পারে DGCA । সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এবার বিমানে পারফিউম ব্যবহার করতে পারবেন না কর্মীরা। বিশেষ একটি কারণে এই সিদ্ধান্ত নিতে পারে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ( DGCA )
2/8
এটি প্রস্তাব বাস্তবায়িত হলে পাইলট ও ফ্লাইট ক্রুদের বিমানে ওঠার সময় পারফিউম ব্যবহার করতে দেওয়া হবে না। যাঁরা এই নিয়ম মানবে না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
3/8
একটি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, পারফিউম ছাড়াও যেসব ওষুধ ও মাউথওয়াশে অ্যালকোহল রয়েছে সেগুলি নিষিদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে DGCA। মূলত, ব্রেথলাইজার পরীক্ষায় পারফিউম প্রভাব ফেলতে পারে, সেই চিন্তা থেকেই এই সিদ্ধান্ত।
4/8
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন সম্প্রতি তার মেডিক্যাল পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব করেছে। এটি পাইলট এবং ক্রু সদস্যদের জন্য অ্যালকোহল পরীক্ষা করার প্রক্রিয়া পরিবর্তন করতে চলেছে।
5/8
ডিজিসিএ তার প্রস্তাবে বলেছে, এখন ক্রু সদস্য বা পাইলটরা অ্যালকোহলযুক্ত কোনও ওষুধ, সুগন্ধি বা দাঁতের প্রোডাক্ট ব্যবহার করবেন না। টেস্ট পজিটিভ এলে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সেই সঙ্গে এই প্রস্তাবে এটাও বলা হয়েছে যে, কোনো ক্রু সদস্য যদি এই ধরনের ওষুধ খান, তাহলে তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
6/8
পারফিউমে অল্প পরিমাণে অ্যালকোহল থাকে। এই পরিস্থিতিতে পারফিউমে সামান্য অ্যালকোহল ব্রেথ অ্যানালাইজার পরীক্ষাকে প্রভাবিত করতে পারে কিনা তা প্রস্তাবিত প্রতিবেদনে স্পষ্ট নয়।
7/8
অ্যালকোহল সম্পর্কিত নিয়মগুলি ভারতের বিমান সংস্থাগুলির পাইলট এবং ক্রু সদস্যদের জন্য অত্যন্ত কঠোর। এই পরিস্থিতিতে এয়ারলাইনস এবং ডিজিসিএ উভয়ই ক্যামেরার নজরদারিতে এই পরীক্ষা করবে।
8/8
এটি প্রস্তাব বাস্তবায়িত হলে পাইলট ও ফ্লাইট ক্রুদের বিমানে ওঠার সময় পারফিউম ব্যবহার করতে দেওয়া হবে না। যাঁরা এই নিয়ম মানবে না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।