এক্সপ্লোর
Investment Tips: ২০-২৫ হাজার বেতনেও হতে পারেন কোটিপতি ! কীভাবে ?
Mutual Fund SIP: ইনডেক্স মিউচুয়াল ফান্ডে ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরলে মাসে ৫ হাজার টাকা জমালে ২৬ বছরে আপনার কাছে ১ কোটি টাকা থাকবে। তবে আপনার বিনিয়োগ ২০ শতাংশ হারে স্টেপ আপ করলে, তাহলে ১৬ বছর লাগবে।

ছবি- ফ্রিপিক
1/10

চাকরি করে বাঁধা বেতনে সংসার চালিয়েও কোটিপতি হতে পারেন আপনি। কারও বেতন ২০-২৫ হাজার টাকা হলেও সে জমাতে পারে ১ কোটি টাকা। কীভাবে ? ছবি- ফ্রিপিক
2/10

এখন প্রশ্ন হল কীভাবে করতে হবে এই বিনিয়োগ এবং মাসে ঠিক কত টাকা কোথায় কোথায় বিনিয়োগ করলে কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ হবে। ছবি- ফ্রিপিক
3/10

ইকুইটি মিউচুয়াল ফান্ডে SIP করার মাধ্যমে ১ কোটি টাকা জমানো সম্ভব, তাও মাসে মাত্র ৫-৬ হাজার জমিয়েই। ছবি- ফ্রিপিক
4/10

আপনার বেতন যদি ২০-২৫ হাজার টাকা হয়, তাহলে তার আয়ের ২০-২৫ শতাংশই কেবল বিনিয়োগ করতে পারবেন। ছবি- ফ্রিপিক
5/10

অর্থাৎ ২০ হাজার টাকা বেতন হলে ৪০০০ টাকা আপনি বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডে। ২৫ হাজার হলে আপনি ৫০০০ টাকা পর্যন্ত জমাতে পারেন। ছবি- ফ্রিপিক
6/10

ইনডেক্স মিউচুয়াল ফান্ডে ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরলে মাসে ৫ হাজার টাকা জমালে ২৬ বছরে আপয়ান্র কাছে ১ কোটি টাকা থাকবে। ছবি- ফ্রিপিক
7/10

তবে একই ফান্ডে মাসে ৫০০০ টাকা জমিয়ে প্রতি বছর আপনার বিনিয়োগ যদি ২০ শতাংশ বাড়ান, তবে মাত্র ১৬ বছরের মধ্যেই কোটিপতি হতে পারবেন। ছবি- ফ্রিপিক
8/10

এখন ইনডেক্স ফান্ডে ১২ শতাংশের বেশিও রিটার্ন আসে কোনও কোনও বছরে, ফলে ১৬ বছরের জায়গায় আরও কম সময়ে ১ কোটি টাকা জমাতে পারবেন আপনি। ছবি- ফ্রিপিক
9/10

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 07 Jul 2024 11:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
