এক্সপ্লোর
Pan Card: ইন্যাক্টিভ প্যান দিয়ে ফাইল করা যাবে ইনকাম ট্যাক্স রিটার্ন, কী বলছে আয়কর বিভাগ ?
Income Tax
1/9

প্যান-আধার লিঙ্কের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর থেকেই উঠছে এই প্রশ্ন। ৩০ জুন ছিল এই দুই কার্ড লিঙ্ক করার শেষ দিন। এখনও যারা এই কাজ করতে পারেননি, তারা আরা প্যান কার্ড ইতিমধ্য়েই ইন্যাক্টিভ হয়ে গেছে। তাহলে কি তাঁরা আর ITR ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না ?
2/9

আয়কর বিভাগ মঙ্গলবার প্যান (Permanent Account Number) হোল্ডারদের এই উদ্বেগের বিষয়টি নিয়ে মুখ খুলেছে। যাদের প্যানগুলি আধারের সঙ্গে লিঙ্ক না করার কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে এখানে তাদের বিষয়ে বলা হয়েছে। এছাড়াও নন রেসিডেন্ট ইন্ডিয়ান্স (NRI)ও ভারতের বিদেশি নাগরিকদের (OCI) তাদের প্যান কার্ডের নিষ্ক্রিয় হওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছে। ইনকাম ট্যাক্স বিভাগ নিষ্ক্রিয় প্যান কার্ড ও আয়কর রিটার্ন (ITR) ফাইল করার উপর এর প্রভাব সম্পর্কেও স্পষ্ট করেছে।
Published at : 21 Jul 2023 01:22 PM (IST)
আরও দেখুন






















