এক্সপ্লোর
Kia Carens: সেরা সুরক্ষার পাশাপাশি দুর্দান্ত ডিজাইন , দেখে নিন কিয়া ক্যারেন্সের ছবি

Kia Carens
1/9

Kia Carens Petrol Review: ভারতের বুকে সেলটস দিয়ে নিজের যাত্রা শুরু করেছিল কিয়া। আবার ফিরে এল সেই সময়। এবার সেলটসের প্লাটফর্মেই Kia Carens নিয়ে এল কোম্পানি।
2/9

দ্বিতীয় সারিতে একটি ক্যাপ্টেন সিট লে-আউট রয়েছে যেখানে 6টি আসন বা একটি স্ট্যান্ডার্ড 7-সিটার রয়েছে। দীর্ঘ হুইলবেস থাকার ফলে ক্যারেন্সের মাঝ সারির যাত্রীরা তাদের পা প্রসারিত করার জন্য প্রচুর জায়গা পাবে।
3/9

ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি সম্পূর্ণ ডিজিটাল, সেইসঙ্গে কনফিগারযোগ্য ডিসপ্লে ও একটি চমৎকার ডিসপ্লে পাওয়া যাবে গাড়িতে। এর নিচে রয়েছে টাচ ক্লাইমেট কন্ট্রোল বোতাম ও একটি USB C পোর্ট, একটি স্ট্যান্ডার্ড USB পোর্ট, সিট কুলার ও ড্রাইভ মোড।
4/9

এই গাড়ির দ্বিতীয় সারিতে একটি ক্যাপ্টেন সিট লে-আউট রয়েছে, যেখানে 6টি আসন বা একটি স্ট্যান্ডার্ড 7-সিটার রয়েছে। দীর্ঘ হুইলবেস থাকার ফলে ক্যারেন্সের মাঝের সারির যাত্রীদের পা ছড়িয়ে বসার জন্য অনেক জায়গা দেয়। গাড়িতে ঢোকা ও বেরোনো বেশ সহজ।
5/9

Kia Carens Petrol Review: Kia ক্যারেন্সের নতুন চেহারার মধ্যে দেওয়া হয়েছে আগামী প্রজন্মের লুক। যেখানে একটি পাতলা চকচকে কালো গ্রিল দিয়ে আলাদা করা হয়েছে DRL ও হেডল্যাম্পকে। কাছ থেকে দেখতে ওই গ্রিলের ওপর আপনি একটি সুন্দর প্যাটার্ন দেখতে পাবেন।
6/9

ক্যারেন্স এমপিভি হলেও ড্রাউভার কার বলতে পারবেন। এটি একটি তিন সারির গাড়ির জন্য বেশ স্পেসাস। আপনি প্যাডেল শিফটার ও ড্রাইভ মোড পাবেন এই গাড়িতে।
7/9

Carens এর সঙ্গে তিনটি ইঞ্জিন বিকল্প রয়েছে। এতে দুটি পেট্রোল ইঞ্জিন ও একটি ডিজেল রয়েছে। আমরা যে পেট্রোলটি পরীক্ষা করেছি, তা হল টপ-এন্ড 1.4l টার্বো পেট্রোল স্বয়ংক্রিয়।
8/9

এখানে একটি LED স্ট্রিপের মাধ্যমে বড় টেল-ল্যাম্পকে জোড়া হয়েছে। আয়তনে প্রতিদ্বন্দ্বী বা সেলটসের চেয়েও বড় এই গাড়ি। 4540 মিমি দৈর্ঘ্য রয়েছে গাড়ির।
9/9

বাইরে থেকে গাড়িকে দেখে SUV বা MPV মনে হতে পারে। যদিও ভিতরে ঢুকলেই এর প্রিমিয়াম ফিচার ও লুক নজর কাড়বে। এখানে একটি অনন্য প্যাটার্ন সহ একটি বিশাল গ্লস কালো প্যানেলযুক্ত ড্যাশবোর্ডের সাথে এখন কম বোতাম রয়েছে।
Published at : 30 Jan 2022 03:04 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
