এক্সপ্লোর
LIC Jeevan Pragati Plan: দিনে ২০০ দিলে পাবেন ২৮ লক্ষ টাকা, জেনে নিন কী এই প্ল্যান
LIC-র এই পলিসি দেবে বিমার সঙ্গে আর্থিক নিরাপত্তা।জেনে নিন কী আছে যোজনায়।
1/7

নিত্যদিন বাজারে আর্থিক প্রতারণার কথা ভেবে ভয় পাচ্ছেন ? নিজের আর্থিক সুরক্ষার পাশাপাশি সংসারের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বিনিয়োগ করতে পারেন LIC-র এই স্কিমে। এই পলিসি অনুযায়ী, দিনে ২০০টাকা করে দিয়ে মেয়াদ শেষে ২৮ লক্ষ টাকা পাবেন গ্রাহক।
2/7

জীবন বিমা কর্পোরেশনের এই স্কিমে টাকার সুরক্ষা ছাড়াও দিচ্ছে 'লাইফ কভার'। Insurance Regulatory and Development Authority of India (IRDA) স্বীকৃত এই পলিসির নাম LIC Jeevan Pragati Plan।
Published at : 05 Dec 2021 11:17 AM (IST)
আরও দেখুন






















