এক্সপ্লোর
LIC Jeevan Pragati Plan: দিনে ২০০ দিলে পাবেন ২৮ লক্ষ টাকা, জেনে নিন কী এই প্ল্যান
LIC-র এই পলিসি দেবে বিমার সঙ্গে আর্থিক নিরাপত্তা।জেনে নিন কী আছে যোজনায়।
1/7

নিত্যদিন বাজারে আর্থিক প্রতারণার কথা ভেবে ভয় পাচ্ছেন ? নিজের আর্থিক সুরক্ষার পাশাপাশি সংসারের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বিনিয়োগ করতে পারেন LIC-র এই স্কিমে। এই পলিসি অনুযায়ী, দিনে ২০০টাকা করে দিয়ে মেয়াদ শেষে ২৮ লক্ষ টাকা পাবেন গ্রাহক।
2/7

জীবন বিমা কর্পোরেশনের এই স্কিমে টাকার সুরক্ষা ছাড়াও দিচ্ছে 'লাইফ কভার'। Insurance Regulatory and Development Authority of India (IRDA) স্বীকৃত এই পলিসির নাম LIC Jeevan Pragati Plan।
3/7

Life cover পাবে মৃতের পরিবার জীবন বিমা কর্পোরেশনের এই প্ল্যান অনুযায়ী, সময়ে-সময়ে প্রিমিয়াম দিতে হবে পলিসি হোল্ডারকে। কোনও কারণে আমানতকারীর মৃত্যু হলে 'ডেথ বেনিফিট' বা 'লাইফ কভারেজ' পাবে পরিবার। প্রতি ৫ বছর অন্তর বৃদ্ধি পাবে এই লাইফ কভারেজের টাকা। তবে এই টাকার পরিমাণ নির্ভর করবে কতদিন পলিসি সক্রিয় রয়েছে তার ওপর।
4/7

কীভাবে মেয়াদ শেষে পাবেন ২৮ লক্ষ টাকা ? LIC Jeevan Pragati Plan আসলে একটা নন লিঙ্কড সেভিংস প্ল্যান। যা মেয়াদ শেষে আর্থিক সুরক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি সুরক্ষা প্রদানকারী এনডাওমেন্ট প্ল্যান। এই স্কিম অনুযায়ী কোনও পলিসি হোল্ডারকে ২৮ লক্ষ টাকা পেতে মাসে ৬০০০ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। যার অর্থ দাঁড়ালো দিনে ওই ব্যক্তিকে ২০০ টাকা করে দিতে হবে। তবেই লক্ষ্যপূরণ করতে পারবেন তিনি।
5/7

LIC Jeevan Pragati policy-র জীবন বিমার সুবিধা কোনও কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে 'সাম অ্যাসিওরড' (নিশ্চিত বিমামূল্য) নমিনির অ্যাকাউন্টে জমা পড়বে। আমানতকারীর ১০০ শতাংশ বেসিক 'সাম অ্যাসিওরড' টাকা পাবেন নমিনি। পলিসি শুরু হওয়ার ৫ বছরের মধ্যে আমানতকারীর মৃত্যু হলে নমিনি এই টাকা পাবেন। এই জীবন বিমার টাকা প্রতি ৫ বছর অন্তর বাড়তে থাকবে। পলিসির ১৬-২০ বছরের মধ্যে এই ধরনের কোনও ঘটনা ঘটলে নমিনি নিশ্চিত বিমা রাশি বা বেসিক সাম অ্যাসিওরড-এর ২০০ শতাংশ অর্থ পাবেন।
6/7

LIC Jeevan Pragati policy-র বয়স সীমা ১২ বছর থেকেই এই পলিসিতে টাকা জমানো যায়। তবে ৪৫ ঊর্ধ্ব কোনও ব্যক্তি এই স্কিমে টাকা রাখতে পারবেন না।
7/7

LIC Jeevan Pragati policy-র মেয়াদকাল এই পলিসির সব ধরনের সুবিধা লাভ করতে অন্তত ১২ বছর প্রিমিয়াম জমা দিতে হবে আমানতকারীকে। ২০ বছর পর্যন্ত এই স্কিমে টাকা জমানো যায়।
Published at : 05 Dec 2021 11:17 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
