এক্সপ্লোর
Best SUV In India: কম দামে দামি এসইউভি ! টাটা সাফারি- মহিন্দ্রা XUV 700 দেয় সেই অনুভূতি

Mahindra XUV700 VS Tata Safari
1/7

এক সময় টাটা সাফারি ছিল (Tata Safari) দেশবাসীর কাছে সেরা প্রিমিয়াম পণ্য। যদিও কালের বিবর্তনে এখন সেই সেগমেন্টে এসেছে আরও বেশ কিছু গাড়ি। যেখানে সাম্প্রতিককালে নজর কেড়েছে Mahindra XUV700।
2/7

পুরোনো সাফারির সময় থেকে দেশের বুকে আইকনিক কার ছিল টাটা সাফারি। তাই সেই গাড়ি নিয়ে অনেক আশা ছিল যুব প্রজন্মের মনে। সম্প্রতি Tata Motors নতুন করে সাফারি লঞ্চ করে।
3/7

হ্যারিয়ারের মতো, ল্যান্ড রোভারের প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই SUV। রাইড কোয়ালিটি , স্টিফ সাসপেনশনের জন্য একটি সক্ষম SUV হয়ে উঠেছে Tata Safari।
4/7

4x4-এর সুবিধা না থাকলেও সাফারিতে রয়েছে টেরেন রেসপন্স মোড। যা বিভিন্ন রাস্তায় ভালভাবেই কাজ করে। পুরোনো Safari-র সঙ্গে তুলনা করলে, নতুনটি উন্নত বডি কন্ট্রোল ও আরও শক্তিশালী 2.0lডিজেল ইঞ্জিন পেয়েছে। গাড়ির প্রথম ও দ্বিতীয় সারিতে রয়েছে ভেন্টিলেটেড সিট। আসনগুলিতে পাবেন প্রযুক্তিগত ও আরামদায়ক বৈশিষ্ট্য।
5/7

নতুন সাফারির কেবিনে অনেক পরিবর্তন চোখে পড়বে। স্ট্যান্ডার্ড সাফারির সঙ্গে সাদা অন্দরসজ্জার সামগ্রী ব্যবহার করা হয়েছে। হ্যারিয়ারের ডিজাইন পেলেও নতুন Safari আকারে অনেক বড় ও প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে।
6/7

একইভাবে XUV500-এর পরিবর্তে বাজারে XUV700 নিয়ে এসেছে মাহিন্দ্রা। একেবারে নতুন প্লাটফর্মে তৈরি হয়েছে এই গাড়ি। নতুন অন্দরসজ্জা বডি প্যানেল, ডিজাইন, সাসপেনশন, ইঞ্জিন সবকিছুই গাড়িতে নতুন মাত্রা যোগ করেছে।
7/7

XUV500-র সঙ্গে তুলনা করা হলে অনেকটাই এগিয়ে থাকবে XUV700। -এর কেবিনে উন্নত মানের ADAS-সহ অত্যাধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে। XUV700-র হ্যান্ডলিং ও সামগ্রিক সাসপেনশন স্টিফ হওয়ায় রাস্তা কামড়ে চলে এই গাড়ি। ডিজেল বা টার্বো পেট্রল ইঞ্জিনের সঙ্গে XUV700-তে রয়েছে হালকা স্টিয়ারিং হুইল। বিশাল সানরুফ ছাড়াও ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল সিট রয়েছে মহিন্দ্রার এই এসইউভিতে।
Published at : 18 Mar 2022 11:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
