এক্সপ্লোর
Multibagger Stocks: ৮৭ পয়সার শেয়ার আজ ১৫৫ টাকা, কত জন কোটিপতি হয়েছেন !
Share Market
1/8

গত কয়েকদিন ধরেই শেয়ারবাজারে (Stock Market) দরপতন হয়েছে। শুক্রবার, সেনসেক্স 0.35 শতাংশ কমে 65,397 এ এবং নিফটি 0.42 শতাংশ পতনের সাথে 19500 এ বন্ধ হয়েছে। তবে এই পতনের পরও পুঁজিবাজারে কিছু শেয়ার বিনিয়োগকারীদের ভালো রিটার্ন (Return) দিয়েছে। একই সঙ্গে এমন কিছু শেয়ার রয়েছে যা বিনিয়োগকারীদের (Investment) দীর্ঘমেয়াদে সমৃদ্ধ করেছে।
2/8

এমনই একটি স্টক জায়ান্ট কনস্ট্রাকশন কোম্পানি এনসিসির। এই কোম্পানিটি স্বল্পমেয়াদেও চমৎকার রিটার্ন দিয়েছে এবং বিনিয়োগকারীদের জন্য প্রচুর মুনাফা করেছে। নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের শেয়ার এক বছরে ১১৬ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। এই কোম্পানির স্টক গত ছয় মাসে 36.56 শতাংশ রিটার্ন দিয়েছে।
Published at : 23 Oct 2023 07:41 AM (IST)
আরও দেখুন






















