এক্সপ্লোর
Multibagger Stock: এক বছরে টাকা দ্বিগুণ , টাটার এই শেয়ারে মাল্টিব্যাগার রিটার্ন
tata
1/9

টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানি বিনিয়োগকারীদের (Investment) মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Return) দিয়েছে। এই কোম্পানিতে ৫ লাখ টাকা বিনিয়োগ করে বিনিয়োগকারীরা মাত্র এক বছরে তাদের পরিমাণ দ্বিগুণ করেছে। অর্থাৎ প্রায় ১০ লাখের বেশি। এই শেয়ারের নাম ট্রেন্ট লিমিটেড শেয়ার (Trent Limited Share) ।
2/9

ট্রেন্ট লিমিটেড, একটি টাটা গ্রুপের কোম্পানি যা সৌন্দর্য ও ফ্যাশন পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। এই কোম্পানির প্রধান ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে জুডিও এবং ওয়েস্টসাইড। সারা দেশে তাদের ৫ শতাধিক দোকান রয়েছে। 1 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ সহ কোম্পানির তালিকায় এই টাটা কোম্পানি রয়েছে।
Published at : 30 Dec 2023 08:47 AM (IST)
আরও দেখুন






















