এক্সপ্লোর
Multibagger Stocks: এই মাল্টিব্যাগার স্টক দিয়েছে দারুণ রিটার্ন, ১০ হাজার টাকা হয়েছে ২ লাখ
Share Market
1/8

মাত্র কয়েক বছরে বদলে যেতে পারে আপনার ভবিষ্যৎ। স্টক মার্কেটের(Stock Market) কিছু মাল্টিব্যাগার শেয়ার (Multibagger Stocks) থেকেই হতে পারেন কোটিপতি। এই মাল্টিব্যাগার স্টকগুলির মধ্যে একটি এফএমসিজি সেক্টরের শেয়ার রয়েছে, যা বিনিয়োগকারীদের অল্প সময়ের মধ্যে ধনী করেছে। এই স্টক 10 হাজার টাকাকে 2 লাখ টাকায় নিয়ে গেছে । জেনে নিন স্টকের নাম।
2/8

এলটি ফুড শেয়ার গত 10 বছরে আশ্চর্যজনক রিটার্ন দিয়েছে। এই স্টকটি প্রায় 2000 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত সময়ের মধ্যে এটি বিনিয়োগকারীদের প্রচুর লাভ দিয়েছে। তিন বছরে এই স্টক বেড়েছে ৪৯৫ শতাংশ। এই পরিস্থিতিতে যদি কোনও ব্যক্তি 10 বছর আগে এই স্টকে 10 হাজার টাকা বিনিয়োগ করতেন তবে তিনি আজ 2 লাখ টাকা পেতেন।
Published at : 25 Sep 2023 03:26 PM (IST)
আরও দেখুন






















