এক্সপ্লোর
Audi Q5 Facelift launch : ২ লক্ষ টাকা বুকিং প্রাইস, কিনতে হলে দেখে নিন Audi Q5 -এর সব ছবি
2021 Audi Q5 Facelift এল বাজারে।
1/6

2021 Audi Q5 Facelift: ছবি প্রকাশ্যে এসেছিল আগেই। এবার ভারতের বাজারে লঞ্চ করল Audi Q5 Facelift। ৫৮.৯ লক্ষ টাকায় পাওয়া যাবে এই গাড়ি। কোম্পানি আশাবাদী, আগের মডেলের মতোই বাজারে ভাল বিক্রি হবে এই বিলাসবহুল এসইউভি।
2/6

New Audi Q5 SUV Launched: অডির এই প্রিমিয়াম এসইউভি ঘিরে এমনিতেই কৌতূহলের শেষ নেই মার্কেটে। অতীতে এই গাড়ির ওপর ভর করেই দেশের বাজারে গতি পেয়েছিল Audi India-র সেলস। এবারও বাজার ধরতে গাড়ির ভিতর ও বাইরে বড় ধরনের পরিবর্তন এনেছে কোম্পানি।
Published at : 23 Nov 2021 10:41 PM (IST)
আরও দেখুন






















