এক্সপ্লোর
New Baleno vs Swift AMT: ফিচারে সুইফটকে টেক্কা, দেখে নিন নতুন বালেনোতে কী স্পেকস ও ইঞ্জিন
Maruti Baleno facelift:
1/8

New Baleno vs Swift AMT: একই পরিবারের দুই সদস্য। অথচ বিক্রির সংখ্যা ও ডিজাইনে একে অপরকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে মারুতির এই দুই মডেল। বুধবার ভারতের বাজারে বালোনো ফেসলিফ্ট লঞ্চ করায় ফের উঠেছে সেই প্রশ্ন। দেশের হ্যাচব্যাক গাড়ির বিভাগে কে এগিয়ে, সুইফট না বালেনো ?
2/8

Baleno vs Swift: বিক্রির সংখ্যা ও উভয় গাড়ির ব্র্যান্ড ইমেজের ক্ষেত্রে বালেনো ও সুইফটের প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে। বহু বছর ধরে নিজের ব্র্যান্ড ইমেজ গড়তে সফল হয়েছে সুইফট। বর্তমানে একটি আইকনিক ব্র্যান্ড হয়ে উঠেছে মারুতি সুজুকির এই গাড়ি। প্রতি বছরই প্রচুর সংখ্যায় বিক্রি হয় এই গাড়ি। তবে বিগত বছরগুলিতে সুইফটকে কড়া টক্কর দিচ্ছে Baleno। আজ আমরা Baleno AMT-র সঙ্গে Swift AMT-র তুলনা করব।
Published at : 25 Feb 2022 05:44 AM (IST)
আরও দেখুন






















