Parag Agrawal: টুইটারের CEO হলেন IIT Bombay-এর প্রাক্তনী পরাগ আগরওয়াল
By : abp ananda | Updated at : 30 Nov 2021 10:11 AM (IST)
পরাগ আগরওয়াল
1/7
এবার টুইটার এর সিইও হলেন পরাগ আগরওয়াল। এতদিন তিনি টুইটারের এর সিটিও হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন।
2/7
পরাগ আগরওয়াল মুম্বই IIT-র পড়ুয়া ছিলেন। সম্প্রতি টুইটার এর সিইও পদ ছেড়েছেন জ্যাক ডরসি।
3/7
একজন ভারতীয় ইঞ্জিনিয়ার এখন বিশ্বের প্রথম সারির প্রযুক্তি সংস্থার প্রধান হলেন পরাগ আগরওয়াল।
4/7
পরাগ আগরওয়াল ২০১১ সালে টুইটারে যোগ দেন। ২০১৮ সালে, তিনি টুইটারের সিটিও পদে বসেন।
5/7
জ্যাক ডরসের তরফে একটি ইমেল পাঠানো হয় Twitter এর সব কর্মীদের কাছে। তিনি বলেন, সেখানে প্রায় ১৬ বছর সংস্থার বিভিন্ন ভূমিকায় কাটানোর পর সিদ্ধান্ত নিয়েছি যে অবশেষে আমার বিদায় নেওয়ার সময় এসেছে।
6/7
ডরসি জানান, "আমি টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি যে কোম্পানিটি তার প্রতিষ্ঠাতাদের থেকে আরও আগে এগিয়ে যেতে প্রস্তুত। টুইটারের সিইও হিসাবে পরাগের উপর আমার আস্থা গভীর।"
7/7
টুইটারের সদ্য প্রাক্তন সিইও জ্যাতক ডরসিও তাঁর উত্তরসূরি পরাগ আগরওয়ালের প্রশংসায় পঞ্চমুখ।