এক্সপ্লোর
Mudra Loan: ১০ লাখ টাকা সাহায্য করবে সরকার, জেনে নিন কীভাবে নিতে পারবেন সুবিধা
Mudra_Loan: স্টার্ট আপের ইচ্ছে থাকলে সাহায্য করবে সরকার। কত টাকা জানেন ?
1/6

PM Mudra Loan Yojana: আপনি যদি অর্থের অভাবে ব্যবসা করতে না পারেন, তাহলে সুযোগ দিচ্ছে সরকার। আপনার ব্যবসা শুরু করতে ১০ লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে সরকার। জেনে নিন কীভাবে এই সুবিধা নিতে পারবেন আপনি।
2/6

স্টার্ট আপ বা ব্যবসা শুরু করার জন্য 50,000 থেকে 10 লক্ষ টাকার সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। মুদ্রা লোনের আওতায় এই সুযোগ কাজে লাগাতে পারবেন আপনি।
3/6

কেন্দ্রীয় সরকার দেশবাসীর সুবিধার্থে অনেকগুলি বিশেষ প্রকল্প চালাচ্ছে। যার মধ্যে একটি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রকল্পের অধীনে, আপনাকে ঋণের সুবিধা দেওয়া হয়। এতে আপনি সহজেই ঋণ পেতে পারেন। এই প্রকল্পের অধীনে আপনি কোনও গ্যারান্টি ছাড়াই লোন পাবেন। এর জন্য আপনাকে কোনও প্রসেসিং ফি দিতে হবে না।
4/6

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে কোনও নির্দিষ্ট সুদের হার নেই। ব্যাংকগুলি মুদ্রা ঋণের জন্য বিভিন্ন সুদের হার নিতে পারে। সাধারণত ন্যূনতম সুদের হার হয় 12 শতাংশ।
5/6

আপনি 3টি ধাপে প্রধানমন্ত্রী মুদ্রা ঋণের সুবিধা পেতে পারেন। এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে শিশু ঋণ। এ ছাড়া দ্বিতীয় ধাপে কিশোর ঋণ ও তৃতীয় ধাপে তরুণ ঋণ। শিশু ঋণ প্রকল্প- এই প্রকল্পের অধীনে আপনি 50,000 টাকা পর্যন্ত ঋণ পাবেন।
6/6

কিশোর ঋণ প্রকল্প- এই প্রকল্পে ঋণের পরিমাণ 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ধরা হয়। তরুণ ঋণ প্রকল্প- তরুণ ঋণ প্রকল্পের অধীনে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে।
Published at : 21 Jan 2022 01:22 AM (IST)
Tags :
Business News In Hindi PM Mudra Loan Yojana Pradhan Mantri Mudra Yojana Business Opportunity Mudra Loan Scheme Central Govt Scheme Govt Scheme Modi Government Latest News How To Become Rich Latest Business News PMMY Loan Scheme How To Start Business Latest Business News PMMY Loan Scheme How To Start Businessআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
