এক্সপ্লোর
Z-Morh Tunnel : প্রবল তুষারপাতেও জম্মুর সঙ্গে জুড়ে থাকবে লাদাখ, এই সুরঙ্গ গড়ে বাজিমাত করলেন মোদি
PM Modi: 2,700 কোটি টাকারও বেশি ব্যয়ে সম্পন্ন করা প্রকল্পটিতে উন্নত নিরাপত্তার জন্য 7.5-মিটার-প্রশস্ত প্য়ারালাল এস্কেপ টানেলও রয়েছে।
এই টানেল বাড়াল চিনের চিন্তা !
1/8

চিনের চিন্তা বাড়াল এই টানেল। সোমবার ১৩ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের গান্দেরওয়াল জেলায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ জেড-মোর টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই টানেল শ্রীনগর ও সোনামার্গের মধ্যে সংযোগ বৃদ্ধির একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হতে পারে।
2/8

8,650 ফুটেরও বেশি উচ্চতায় নির্মিত দুই লেনের দু-দিকমুখী সড়ক সুড়ঙ্গটি ভূমিধস ও তুষারপাত-প্রবণ এলাকাকে এড়িয়ে সোনামার্গ পর্যটন রিসর্টে সারা বছর প্রবেশের সুবিধা দেবে। জেড-মোর টানেল শুধুমাত্র রাস্তাগুলিকে যুক্ত করবে না বরং অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। এই এলাকায় প্রতিরক্ষা রসদ ও পর্যটন সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। জম্মু ও কাশ্মীরে একটি যুগান্তকারী প্রকল্প হিসাবে এই সুরঙ্গ কাজে আসবে বলে মনে করছে মোদি সরকার।
Published at : 13 Jan 2025 11:51 PM (IST)
আরও দেখুন






















