এক্সপ্লোর
Z-Morh Tunnel : প্রবল তুষারপাতেও জম্মুর সঙ্গে জুড়ে থাকবে লাদাখ, এই সুরঙ্গ গড়ে বাজিমাত করলেন মোদি
PM Modi: 2,700 কোটি টাকারও বেশি ব্যয়ে সম্পন্ন করা প্রকল্পটিতে উন্নত নিরাপত্তার জন্য 7.5-মিটার-প্রশস্ত প্য়ারালাল এস্কেপ টানেলও রয়েছে।
এই টানেল বাড়াল চিনের চিন্তা !
1/8

চিনের চিন্তা বাড়াল এই টানেল। সোমবার ১৩ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের গান্দেরওয়াল জেলায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ জেড-মোর টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই টানেল শ্রীনগর ও সোনামার্গের মধ্যে সংযোগ বৃদ্ধির একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হতে পারে।
2/8

8,650 ফুটেরও বেশি উচ্চতায় নির্মিত দুই লেনের দু-দিকমুখী সড়ক সুড়ঙ্গটি ভূমিধস ও তুষারপাত-প্রবণ এলাকাকে এড়িয়ে সোনামার্গ পর্যটন রিসর্টে সারা বছর প্রবেশের সুবিধা দেবে। জেড-মোর টানেল শুধুমাত্র রাস্তাগুলিকে যুক্ত করবে না বরং অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। এই এলাকায় প্রতিরক্ষা রসদ ও পর্যটন সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। জম্মু ও কাশ্মীরে একটি যুগান্তকারী প্রকল্প হিসাবে এই সুরঙ্গ কাজে আসবে বলে মনে করছে মোদি সরকার।
3/8

প্রতিরক্ষা, অর্থনীতির জন্য কৌশলগত গুরুত্ব বাড়াবে এই টানেল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। তিনি বলেছেন, এই টানেলে প্রতি ঘণ্টায় 1000 যানবাহন চলার ক্ষমতা রয়েছে। বিশেষ করে সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত কৌশলে তৈরি করা হয়েছে এই টানেল। তুষারপাত সংক্রান্ত ঝুঁকি কমিয়ে জীবন রক্ষা করবে এই সুরঙ্গ।
4/8

এই টানেল স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। গান্ডেরওয়ালের বাসিন্দারা আশাবাদী, টানেলটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে এবং বেকারত্ব মোকাবিলায় সাহায্য করবে। এখন পর্যটকরা সারা বছর সোনামার্গে আসতে পারবে।
5/8

2,700 কোটি টাকারও বেশি ব্যয়ে সম্পন্ন করা প্রকল্পটিতে উন্নত নিরাপত্তার জন্য 7.5-মিটার-প্রশস্ত প্য়ারালাল এস্কেপ টানেলও রয়েছে। এটি শ্রীনগর এবং সোনামার্গের মধ্যে ভ্রমণের সময়কে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। যা যানবাহনগুলিকে 70 কিমি/ঘণ্টা গতিতে ভ্রমণের সুযোগ করে দেবে। আগে এই পাহাড়ি রাস্তায় যেতে ৩০ কিলোমিটারের বেশি বেগে গাড়ি যেতে পারত না।
6/8

image 7
7/8

আগে এই অঞ্চলটি তুষারপাতের কারণে চার মাস বিচ্ছিন্ন থাকত। এখন শুধু সোনামার্গ নয়, দ্রাস এবং কার্গিলের মতো এলাকাগুলি এর মাধ্যমে যুক্ত থাকবে। এই এলাকার মানুষ দরিদ্র, কিন্তু এই টানেল এখন সারা বছর জীবিকার সুযোগ দেবে বলে দাবি করেছেন গড়করি।
8/8

বহুদিন আগেই সীমান্তে পরিকাঠামো নির্মাণে জোর দিচ্ছিল চিন। তাই দেরি না করে সেনাবাহিনীর যোগাযোগের পথ সুগম করতে ভারতও পিছিয়ে থাকল না। জম্মু ও কাশ্মীরের গান্দেরওয়াল জেলায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ জেড-মোর টানেল তারই দৃষ্টান্ত স্থাপন করল।
Published at : 13 Jan 2025 11:51 PM (IST)
View More
Advertisement
Advertisement























