এক্সপ্লোর
Prepaid In Public Transport: বাসে-ট্রেনে এবার প্রিপেডের সুবিধা, কার্ড-ওয়ালেটে দেওয়া যাবে ভাড়া
Local Train
1/8

Prepaid In Public Transport: যাত্রী সুবিধায় এবার দেশজুড়ে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। নগদের (Cash) পাশাপাশি এবার গণ-পরিবহণে (Public Transport) থাকবে প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের সুবিধা(PPI)। কার্ড, মানি ওয়ালেট বা ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মের মাধ্যমে দেওয়া যাবে বাসে , ট্রেনের ভাড়া।
2/8

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)শুক্রবার বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে টাকা দেওয়ার জন্য অনুমোদিত ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং সংস্থাগুলিকে পিপিআই ইস্যু করার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে।
Published at : 24 Feb 2024 12:14 PM (IST)
আরও দেখুন






















