এক্সপ্লোর
SBI customers ALERT: উত্তর না দিলে তুলতে পারবেন না টাকা, SBI ATM-এর নিয়মে বড় পরিবর্তন
SBI Alert ! এটিএম-এর জন্য নতুন নিয়ম স্টেট ব্যাঙ্কের।
1/5

গ্রাহকদের সুরক্ষায় এবার স্টেট ব্যাঙ্কের (SBI) ATM-এর নিয়মে বদল করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আগামী দিনে এই কাজ না করলে টাকা তুলতে পারবেন না গ্রাহক। সম্প্রতি ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক।
2/5

কী বলছে SBI ? স্টেট ব্যাঙ্কের তরফ বলা হয়েছে, এবার থেকে এটিএমে টাকা তুলতে গেলে 'ওয়ান টাইম পাসওয়ার্ড' (OTP)চাইবে মেশিন। কেউ সেই পাসওয়ার্ড না দিতে পারলে তুলতে পারবেন না টাকা। এই প্রসঙ্গে ব্যাঙ্ক বলেছে, নতুন এই নিয়ম আসলে প্রতারকদের ঠেকাতে এক ধরনের টিকাকরণ।SBI-এর দাবি, বরাবরই গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেয় ব্যাঙ্ক। এবার তাই জালিয়াতি রুখতে নতুন নিয়ম আনা হল।
Published at : 24 Nov 2021 06:00 PM (IST)
আরও দেখুন






















