এক্সপ্লোর
Small Savings Schemes: কম সময়ে বেশি লাভ, ৮ শতাংশের বেশি সুদ, পোস্ট অফিসে তিন দারুণ স্কিম
piggy Bank
1/9

শেয়ার বাজারের (Stock Market) ঝুঁকি না নিতে চাইলে দেখতে পারেন এই সরকারি স্বল্প সঞ্চয় স্কিমগুলির(Investment) দিকে। এই তিন স্কিমের মধ্যে সরকারি সুরক্ষার পাশাপশি রয়েছে দারুণ রিটার্নের (Return) নিশ্চয়তা। জানেন এই তিন স্কিমের বিষয়ে।
2/9

বর্তমানে অনেকেই বিনিয়োগের জন্য SIP-র মতো বিকল্প বেছে নিচ্ছেন। যেখানে ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পাচ্ছেন। কিন্তু এখনও অনেক লোক আছে যারা এই ধরনের স্কিমগুলিতে বিনিয়োগ করতে পছন্দ করেন না। নিশ্চিত রিটার্নের আশায় তাঁরা অন্য বিকল্প খোঁজেন।
Published at : 21 Jan 2024 04:29 PM (IST)
আরও দেখুন






















