এক্সপ্লোর
Railway Stocks: ৫৫ শতাংশের বেশি বেড়েছে এক সপ্তাহে, ৫টি রেলের শেয়ার এখন বাজারের হিরো
Vande Bharat
1/9

Stock Market: এক সময় সরকারি স্টকের (Share Market) নাম শুনলে নাক সিঁটকাতেন অনেকেই। তবে বদলে গেল সেই দিন। বর্তমান ভারতের শেয়ার বাজারে নেতৃত্ব দিচ্ছে রেলওয়ে (Indian Railways) PSU স্টকগুলি। হিসেব খাতা বলছে, গত এক সপ্তাহে এই পাঁচ স্টকের মধ্যে কিছু শেয়ার ৫৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
2/9

Rail Vikas Nigam এর মধ্যে রয়েছে রেল বিকাশ নিগমের নাম। এই সপ্তাহ জুড়ে প্রায় 58% একটি অসামান্য গতি দেখিয়ছে স্টক। আজ, স্টকটি তার 10% আপার সার্কিট সীমাতে হিট করেছে, স্টক প্রতি ₹320.35 এর একটি নতুন সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। কোম্পানির বাজার মূলধন ₹66,793 কোটিতে উঠে এসেছে। উল্লেখযোগ্যভাবে, কোম্পানির এই সপ্তাহে বাজার মূল্য 24,356 কোটিতে চলে এসেছে।
Published at : 21 Jan 2024 04:05 PM (IST)
আরও দেখুন






















