এক্সপ্লোর
Safari Gold নিয়ে এল Tata Motors, নয়া অবতারে প্রিমিয়াম এসইউভি
Safari_Gold নতুন এডিশন নিয়ে এল Tata
1/8

একবার নতুন গাড়ির দিকে তাকালে নজর কাড়বে গাড়ির গোল্ড স্ট্রাইকস। দুটো ভ্যারিয়েন্ট হোয়াইট গোল্ড ও ব্ল্যাক গোল্ড রঙে আনা হয়েছে এই দুই স্পেশ্যাল এডিশন।বিশেষ করে কালোর ওপর সোনালি রং আলাদা মাত্রা এনেছে গাড়িতে।
2/8

আগেই লঞ্চ হয়েছিল Tata Safari। এবার গাড়ির প্রিমিয়াম এডিশন বাজারে নিয়ে এল টাটা মোটরস। নতুন এসইউভির নাম দেওয়া হয়েছে Safari Gold। রঙের সঙ্গে সঙ্গে ফিচারেও আধুনিকতার ছোঁয়া পেয়েছে এই গাড়ি।
Published at : 27 Sep 2021 11:28 PM (IST)
আরও দেখুন






















