এক্সপ্লোর
Tax Saving Options: ৮০সি ছাড়াও আছে উপায়, বাঁচাতে পারবেন ৪ লক্ষ টাকা
Income Tax Benefits: আয়করের ধারা 80C ছাড়াও, আরও কিছু বিকল্প রয়েছে, যার অধীনে আপনি লক্ষ লক্ষ টাকার ট্যাক্স বাঁচাতে পারেন।
Income Tax
1/10

বাজেটে কর ছাড়ের সীমা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে নতুন কর ব্যবস্থার অধীনে এই সুবিধা দিয়েছেন তিনি। আয়করের ধারা 80C-এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক করছাড় দেওয়া হয়। যে সম্পর্কে বেশিরভাগ মানুষ সচেতন। যদিও এই কর ছাড়র বিষয়গুলি সম্পর্কে জানেন না অনেকেই।
2/10

আয়করের ধারা 80C ছাড়াও, আরও কিছু বিকল্প রয়েছে, যার অধীনে আপনি লক্ষ লক্ষ টাকার ট্যাক্স বাঁচাতে পারেন। জেনে নেওয়া যাক সেই পাঁচটি বিকল্প।
Published at : 19 Feb 2023 10:30 AM (IST)
আরও দেখুন






















