এক্সপ্লোর
Income Tax: কর বাঁচাতে চাইছেন ? NPS নাকি ELSS, কোথায় বিনিয়োগে বেশি লাভ হবে ?
Tax Saving Schemes: অনেকেই চান যাতে তাদের আয়ের একটা বড় অংশ কর দিতেই না খরচ হয়ে যায়। সেক্ষেত্রে কিছু উপায়ে কর বাঁচানো সম্ভব। এর মধ্যে প্রথমেই রয়েছে বেশ কিছু কর বাঁচানোর বিনিয়োগ স্কিম।
কীভাবে বিনিয়োগ করলে কর বাঁচবে ?
1/9

মার্চ মাস পড়লেই শুরু হয়ে যাবে কর জমার তোড়জোড়। আইটিআর ফাইলিংয়ের দিকে নজর থাকবে তখন সকলের।
2/9

এক্ষেত্রে অনেকেই চান যাতে তাদের আয়ের একটা বড় অংশ কর দিতেই না খরচ হয়ে যায়। সেক্ষেত্রে কিছু উপায়ে কর বাঁচানো সম্ভব।
Published at : 22 Jan 2025 10:42 AM (IST)
আরও দেখুন






















