এক্সপ্লোর
Multibagger Stock: স্টক মার্কেটে মাল্টিব্যাগার বলতে উঠে আসে এই স্টকের নাম
Share Market
1/9

যেকোনও বিনিয়োগের থেকে লাভজনক রিটার্ন দিতে পারে এই স্টক। অন্তত স্টকের বিগত দিনের গতি দেখাচ্ছে সেই পরিসংখ্যান। বাজারের (Share Market) এই স্টক দিয়েছে বছরে সাড়ে চার গুণ রিটার্ন। স্টক মার্কেটে মাল্টিব্যাগার বলতে উঠে আসে এই স্টকের নাম। জেনে নিন, ঠিক কতটা লাভ দিয়েছে এই শেয়ার।
2/9

যদি কেউ আপনাকে বলে এক বছরে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে,তাহলে প্রথমেই সেই সেভিংস স্কিমের সম্পর্কে সন্দেহ জাগবে আপনার। এখন কেউ যদি এক বছরে সাড়ে চার গুণ লাভের কথা বলে, তাহলে বিশ্বাস করতে খুব কষ্ট হবে। কারণ ব্যাঙ্কগুলি টাকা দ্বিগুণ করতে সাধারণত 8-10 বছর সময় নেয়।
Published at : 15 Oct 2023 08:45 AM (IST)
আরও দেখুন






















