এক্সপ্লোর
Toyota Mirai : দেখতে যেমন -পারফরম্যান্সও তেমন ! আগে দেখেছেন টয়োটা মিরাই ?
Toyota-Mirai
1/7

Green Hydrogen Car: গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, চার্জ করার ক্ষেত্রে অনেক কম সময় নেয় হাইড্রোজেন কার। এতে রয়েছে আরও বেশি অ্যাডভান্টেজ। যেখানে ইলেকট্রিক গাড়ির থেকে বেশি রেঞ্জ বা মাইলেজ দেয় হাইড্রোজেন কার।এবার সেই হাইড্রোজেন কার নিয়ে এসেছে টয়োটা।
2/7

ভারতে তাদের নতুন গাড়ি মিরাই (Toyota Mirai)এনেছে কোম্পানি। ২০১৪ সালে প্রথম এই গাড়ি বিশ্ব বাজারে এনেছিল টয়োটা।এটি তার নতুন সংস্করণ। নতুন প্রজন্মের মিরাই একটি হাইড্রোজেন ফুয়েল সেল বৈদ্যুতিক গাড়ি। যা তিনটি হাইড্রোজেন ট্যাঙ্ক ও ফুয়েল সেলে চলে।
Published at : 17 Mar 2022 11:32 PM (IST)
আরও দেখুন






















