By : abp ananda | Updated at : 18 Mar 2022 02:17 AM (IST)
Old_Cars
1/6
Vehicle RC Renewal Fees: পুরোনো গাড়ি থাকলে চিন্তা বাড়ল আপনার। বিশেষ করে ১৫ বছরের পুরোনো গাড়ি হলে ফাঁকা হবে পকেট। ১ এপ্রিল থেকেই আসছে এই নতুন নিয়ম।
2/6
১৫ বছরের বেশি পুরোনো গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১ এপ্রিল থেকে চালু হচ্ছে এই নিয়ম। যেখানে গাড়ির রেজিস্ট্রেশনের জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে মালিকপক্ষকে।
3/6
সারা দেশে লাগু হলেও দিল্লিতে চালু হচ্ছে না এই নিয়ম। নতুন নিয়ম অনুসারে এক দশকেরও বেশি পুরোনো গাড়ির রেজিস্ট্রেশন রিনিউয়াল করতে আট গুণ বেশি খরচ করতে হবে গাড়ির মালিককে।
4/6
এই নতুন নিয়ম অনুসারে দেখা যাচ্ছে, ১৫ বছর বয়সী সব গাড়ির রেজিস্ট্রেশন রিনিউয়াল করতে খরচ হবে ৫০০০টাকা। বর্তমানে এই ১৫ বছর পুরোনো রেজিস্ট্রেশন রিনিউয়ালে খরচ পড়ে কেবল ৬০০টাকা।
5/6
চিন্তা বেড়েছে দু-চাকার মালিকদেরও। ১৫ বছরের পুরোনো বাইকের রেজিস্ট্রেশন রিনিউয়াল করতে এখন খরচ পড়বে ১০০০টাকা। আগে যার জন্য গ্রাহককে দিতে হত কেবল ৩০০ টাকা। সবথেকে বেশি খরচ বাড়ল আমদানি করা গাড়ির। সেই ক্ষেত্রে ১৫ বছরের পুরোনো গাড়ির জন্য ৪০০০০ টাকা রেজিস্ট্রেশন রিনিউয়ালের জন্য দিতে হবে আপনাকে। আগে এই খরচ ছিল কেবল ১৫,০০০টাকা।
6/6
এখানেই শেষ হচ্ছে না চালকদের চিন্তা। নতুন নিয়মে বলা হয়েছে, বেসরকারি গাড়ির রেজিস্ট্রেশন রিনিউয়ালে দেরি হলে প্রতি মাসে অতিরিক্ত ৩০০০ করে দিতে হবে মালিকপক্ষকে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ প্রতি মাসে ৫০০ টাকা। নতুন নিয়মে বলা হয়েছে, ১৫ বছরের প্রতিটি বেসরকারি গাড়ির মালিককে প্রতি ৫ বছর অন্তর রেজিস্ট্রেশন রিনিউয়াল করতে হবে।