এক্সপ্লোর
Ankiti Bose: ২৭ বছরেই ১০ হাজার কোটির সংস্থা, নিজের সংস্থা থেকেই এ বার বহিষ্কৃত বঙ্গতনয়া, যৌন নিগ্রহে মুখ খোলার মাশুল!
অঙ্কিতি বসু। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

যে বয়সে কেরিয়ার নিয়ে খাবি খান আর পাঁচ জন, সেই বয়সে কার্যত সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু এক লহমায় সব হারালোর মুখে বঙ্গতনায় অঙ্কিতি বসু। ফ্যাশন ই-কমার্স সংস্থা ‘জিলিঙ্গো’-র মালিক তথা সহ প্রতিষ্ঠাতা তিনি। নিজের সংস্থা থেকেই এ বার বহিষ্কৃত হলেন অঙ্কিতি। আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
2/10

যদিও অঙ্কিতি ঘনিষ্ঠদের দাবি, ম্যানেজমেন্টের হেভিওয়েট একজনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন অঙ্কিতি। চিঠি লিখে অভিযোগ জানিয়ে লাভ না হওয়ায় আইনি পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছিলেন। তার আঁচ পেয়েই বহিষ্কার করা হল তাঁকে।
Published at : 13 Apr 2022 09:38 PM (IST)
আরও দেখুন






















