এক্সপ্লোর
ABP Ananda Khaibar Pass 2022: মিষ্টিমুখের রকমারি ঠিকানা, 'খাইবার পাস' -এ হাজির হিন্দুস্তান সুইটস, ঘোষ অ্যান্ড কোং, নলিন চন্দ্র দাস

এবিপি আনন্দ খাইবার পাস
1/11

মালাই রোল থেকে শুরু করে নলেন গুড়ের জলভার, আয়োজনে কী নেই! 'এবিপি আনন্দ খাইবার পাস'-এ রকমারি মিষ্টির সম্ভার নিয়ে হাজির নলীন চন্দ্র দাস অ্যান্ড সনস।
2/11

বাঙালি থেকে ফিউশন, সবরকম মিষ্টিই রয়েছে সম্ভারে। একদিকে যেমন রয়েছে গুড়ের স্বাদে মাখা গুড় ডিলাইট, তেমনই চকোলেট প্রেমীদের জন্য থাকছে চকোলেট সাম্বা ও চকোলেট ডিলাইট।
3/11

এছাড়াও আয়োজনে থাকছে স্প্যানিশ তিকি তাকা, গুড়ের মৌসুমী সন্দেশ, গুড়ের ছানার পায়েস, ম্যাঙ্গো সুফলে ও অন্যান্য ফিউশান মিষ্টির সম্ভার।
4/11

'এবিপি আনন্দ খাইবার পাস'-এ রকমারি মিষ্টির সম্ভার নিয়ে হাজির হিন্দুস্থান সুইটস। আয়োজন দেখে জিভে জল আসতে বাধ্য মিষ্টিপ্রেমীদের।
5/11

হিন্দুস্তান সুইটসের আয়োজনে থাকছে লোভনীয় বেকড রসগোল্লা। এছাড়াও থাকছে বিভিন্ন ফ্লেভারের দই ও ফিউশন মিষ্টি।
6/11

পাশাপাশি হিন্দুস্তান সুইটসের আয়োজনে থাকছে পাটিসাপটা, জলভরা সন্দেশ ও পুরনো দিনের মিষ্টির আস্বাদ। দাম শুরু ৩০ টাকা থেকে।
7/11

'এবিপি আনন্দ খাইবার পাস'-এর দোকানে ভিড় জমিয়েছেন মিষ্টিপ্রেমীরা। সুযোগ কেবলমাত্র আজই। মিষ্টিবিলাসী হলে ঠিকানা হোক এবিপি আনন্দ খাইবার পাস।
8/11

এবিপি আনন্দ খাইবার পাসে একে অপরকে টক্কর দিতে হাজির কলকাতার বিভিন্ন সেরা দোকানগুলি। বিভিন্ন মিষ্টির সম্ভার নিয়ে হাজির ঘোষ অ্যান্ড কোং।
9/11

সম্ভারে রয়েছে চকোলেট সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশ, বিভিন্ন ফ্রেভারের কালাকাঁদ ও আম দই।
10/11

মাত্র ৩০ টাকা থেকে শুরু হচ্ছে মিষ্টির দাম। তবে কিছু সন্দেশ মিলবে ২০ টাকাতেও। পকেট আর মন দুইই খুশি করতে চাইলে ঠিকানা হোক ঘোষ অ্যান্ড কোং।
11/11

তবে 'এবিপি আনন্দ খাইবার পাস'-এ মিষ্টিমুখ করার সুযোগ মাত্র আজকের দিনটাই। দেরি না করে আসতেই হবে তালতলা মাঠে। এবিপি আনন্দ খাইবার পাস-এ।
Published at : 06 Mar 2022 03:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
