এক্সপ্লোর
Birbhum: শীত পড়তেই শান্তিনিকেতনে বাড়ছে পর্যটকদের ভিড়

সোনাঝুরিতে পর্যটকদের ভিড়
1/10

শীত পড়তেই পর্যটকদের ঢল নামল শান্তিনিকেতনে। হালকা ঠান্ডায় ছুটি কাটাতে হাজির শহরবাসী।
2/10

শান্তিনিকেতনের অন্যতম পর্যটনকেন্দ্র সোনাঝুরি খোয়াই হাট, গোয়ালপাড়ার কোপাই নদীর তীরে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।
3/10

প্রায় দুই বছর পর এবার সদ্য খুলেছে বল্লভপুর অভয়ারণ্যের হরিণ উদ্যান।
4/10

স্বভাবতই সেই উদ্যানেও ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ক্যামেরাবন্দি করছেন প্রাণীদের।
5/10

উদ্যানে দেখা মিলেছে দল বেঁধে হরিণের। খুশি পর্যটকেরা।
6/10

তবে ভিড় যেমন বাড়ছে তেমনই সচেতনতা হারাচ্ছে কখনও কখনও৷ মাস্ক ছাড়াও উল্লাসে মাতছেন একাধিক পর্যটক।
7/10

যদিও প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট যাওয়ার আগেই প্রশাসনের তরফ থেকে চলছে নজরদারি। অযথা যাঁরা মাস্ক ছাড়া বেরিয়েছেন তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
8/10

সোনাঝুরি খোয়াই হাটে আদিবাসীদের নৃত্যের সঙ্গে মেতে উঠেছে পর্যটকরা।
9/10

এবারে বল্লভপুর অভয়ারণ্যে হরিণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
10/10

ছবি ও তথ্য: আবীর ইসলাম ও গোপাল চট্টোপাধ্যায়।
Published at : 26 Nov 2021 02:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
