এক্সপ্লোর
Tarapith: আজ তারা মায়ের আবির্ভাব দিবস, ভক্ত সমাগম, বিশেষ পুজোর আয়োজন
Birbhum News: প্রতি বছর এইদিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়।
ফাইল ছবি
1/10

আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব দিবস৷ কথিত আছে, পাল রাজত্বের সময় জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান, চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নিচে মায়ের শিলামূর্তি আছে।
2/10

সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেই উপলক্ষে প্রতি বছরের মতো আজও তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।
Published at : 27 Oct 2023 04:48 PM (IST)
আরও দেখুন






















