এক্সপ্লোর
Tarapith Puja: তারাপীঠে শক্তির আরাধনা, আবির্ভাব তিথিতে বিশেষ পুজোর আয়োজন
Birbhum: তারা মায়ের আবির্ভাব তিথি। মঙ্গলারতি থেকে বিশেষ পুজো। তারাপীঠে শক্তির আরাধনা। মন্দিরে ভক্তদের ভিড়।
ফাইল ছবি
1/8

শুক্লা চতুর্দশীতে তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষ্যে শক্তির আরাধনা। দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।
2/8

তারা মায়ের আবির্ভাব তিথিতে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। এদিন ভোরে মঙ্গলারতির পর শীতল ভোগ নিবেদন করে তারা মাকে গর্ভগৃহ থেকে এনে বিশ্রাম মঞ্চে বসানো হয়।
3/8

ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে মন্দির চত্বরে জমতে শুরু করে ভক্তদের। সারা বছরের মধ্যে আজকের দিনেই তারা মাকে এক পলক ছুঁয়ে দেখার সুযোগ পান ভক্তরা। ভক্তরা মাকে স্পর্শ করে পুজো দেন।
4/8

দিনভর বিরামমঞ্চে থাকার পর বিকেলে আরতির পর মাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে। স্নানের পর নবরুপে সাজানো হয় দেবী মূর্তিকে।
5/8

সন্ধ্যারতির পর দেওয়া হয় অন্নভোগ। এদিন শ্মশানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বিশ্রাম মঞ্চে বসেন তারা মা।
6/8

কথিত আছে, তারা মায়ের বোন দেবী মৌলাক্ষী রয়েছেন ঝাড়খণ্ডের মুলুটিতে। সেখানে মায়ের মন্দির পশ্চিমমুখী।
7/8

এদিন দুই বোনের দেখা হয়। তাই এদিন তারা মা পশ্চিমমুখী হয়ে বসেন। জনশ্রুতি, পাল রাজত্বের সময় সওদাগর জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান, চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল গাছের তলায় পঞ্চমুণ্ডির আসনের নিচে মায়ের শিলামূর্তি আছে।
8/8

সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেই উপলক্ষ্যে প্রতি বছর এই দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়।
Published at : 16 Oct 2024 04:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























