এক্সপ্লোর
Durga Puja : বৈশাখের শুরুতেই কুমোরটুলি থেকে সেজেগুজে দুর্গা পাড়ি দিলেন অস্ট্রেলিয়ায়, দেখুন ছবি
বছর শুরুতে যখন অনেক পুজো কমিটি এবছরের পরিকল্পনা করবেন মনে করছেন, তখনই কুমোরটুলি থেকে বিদেশে পাড়ি দিল দুর্গাপ্রতিমা।
Durga Puja : বৈশাখের শুরুতেই কুমোরটুলি থেকে সেজেগুজে দুর্গা পাড়ি দিলেন অস্ট্রেলিয়ায়, দেখুন ছবি
1/8

বৈশাখ। নতুন বছর। নতুন উদ্যমে জেগে উঠেছে কুমোরটুলি।
2/8

নতুন ক্যালেন্ডার হাতে পেলে বাঙালিরা আগেই দেখে নেন দুর্গা পুজাটা কবে। হাতে এখন বেশ কয়েকটা মাস। তাতেই কুমোরটুলিতে শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা।
3/8

বছর শুরুতে যখন অনেক পুজো কমিটি এবছরের পরিকল্পনা করবেন মনে করছেন, তখনই কুমোরটুলি থেকে বিদেশে পাড়ি দিল দুর্গাপ্রতিমা।
4/8

জলপথে প্রতিমা পাড়ি দিতে লেগে যায় অনেকটা সময়। তাই স্থানীয় পুজোগুলির প্রতিমা গড়ার আগে বিদেশের বরাতগুলির কাজ সেরে ফেলছেন কুমোরটুলির শিল্পীরা।
5/8

বৈশাখ মাস পড়তেই কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা বিদেশে পাড়ি দেওয়া শুরু হল। ফাইবারের তৈরি এই প্রতিমা পাড়ি দিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের উদ্দেশ্যে।
6/8

কিন্তু দুর্গাপুজোর তো এখনো অনেক দেরি! শিল্পী জয়ন্ত পাল জানাচ্ছেন, বিমান খরচ বেড়ে যাওয়ায় অনেকেই জাহাজে প্রতিমা নিয়ে যাচ্ছেন।
7/8

শিল্পী জানাচ্ছেন, তাতে কিছুটা খরচ বাঁচছে। পুজোর মুখে মাটির প্রতিমা তৈরির চাপ থাকে তাই বিদেশের প্রতিমা গুলো আগে ভাগে করে নিলে সুবিধা হয়।
8/8

মূলত রথের সময় থেকেই কুমোরটুলির ব্যস্ততা সেভাবে চোখে পড়ে। কিন্তু বিদেশের অর্ডারগুলি আডেই সামলে ফেলছেন শিল্পীরা। প্রতিবদন ও ছবি - সঞ্চয়ন মিত্র
Published at : 21 Apr 2023 01:57 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















