এক্সপ্লোর
DYFI: ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন, তুঙ্গে প্রস্তুতি, শনিবার শুরু মঞ্চ বাঁধার কাজ
DYFI Brigade: ইনসাফ যাত্রা শেষে এবার শুরু ব্রিগেডের সভার প্রস্তুতি। এদিন সকালে প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

ফাইল ছবি
1/8

৭ জানুয়ারি DYFI-এর ডাকে ব্রিগেড সমাবেশ। ব্রিগেড ভরাতে সিপিএমের যুব সংগঠনের তৎপরতা তুঙ্গে।
2/8

শনিবার থেকে মঞ্চ বাঁধা এবং যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হবে। এদিন সকালে DYFI নেতৃত্ব সহ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘুরে দেখেন ব্রিগেড চত্বর।
3/8

রবিবার DYFI-এর কার্যত 'উল্টো ব্রিগেড'। উল্টো কারণ, প্রতিবার ভিক্টোরিয়ার সামনে তৈরি হয় মঞ্চ। কিন্তু, এবার মঞ্চ তৈরি হবে উল্টো দিকে।
4/8

২০০৮-এর, প্রায় ১৫ বছর পর এবার ফের ব্রিগেডের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI।
5/8

একদিকে শিক্ষা ও কাজের দাবি, অন্যদিকে, দুর্নীতির প্রতিবাদে বাংলা জুড়ে, ৫০ দিন ধরে ইনসাফ যাত্রা করেছে। এবার, ৭ই জানুয়ারি DYFI-এর ডাকে ব্রিগেড।
6/8

প্রশ্ন উঠছে, ২০১১-র পর থেকে বামেদের ক্রমাগত শক্তি-হ্রাসের যে প্রবণতা তৈরি হয়েছে, DYFI-এর ব্রিগেডে কি তাতে উল্টো-স্রোত দেখা দেবে? মীনাক্ষীদের ব্রিগেড থেকে লোকসভা ভোটে কি দাগ কাটতে পারবে সিপিএম?
7/8

দু-দিনের জন্য ব্রিগেডের অনুমতি পাওয়া গেছে। শনিবার থেকে শুরু হবে মঞ্চ তৈরির কাজ। আর, ওই দিন থেকেই কর্মীরাও আসতে শুরু করবেন।
8/8

উপস্থিত থাকবেন, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমরা। তবে, DYFI-এর স্টার বক্তা, সেই মীনাক্ষী মুখোপাধ্যায়।
Published at : 04 Jan 2024 10:07 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিনোদনের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
