এক্সপ্লোর
East Midnapur হলদিয়ায় পুত্রশোক ভুলে বৌমার বিয়ে দিলেন শ্বশুর
Man arranges remarriage of widowed daughter-in-law
1/9

বিদ্যাসাগরের জেলাতে স্বামীহারা বৌমার বিয়ে দিয়ে নজির গড়লেন হলদিয়ার বিজ্ঞান কর্মী নকুল ঘাঁটি। পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল ছেলে। পুত্রশোক ভুলে হলদিয়ার প্রত্যন্ত গ্রামের ঘাঁটি পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
2/9

২০২০-এর ২০শে অক্টোবর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় হলদিয়ার সুতাহাটার বাসিন্দা অর্ণব ঘাঁটির। অর্ণবের বাবা পেশায় পুলকার চালক নকুল ঘাঁটি একজন বিজ্ঞান কর্মীও বটে। ছেলে মারা যাওয়ার পর পুত্রবধূ শুভ্রা তাঁদের সেই শোক ভুলিয়ে একই সঙ্গে ছেলে-মেয়ের দায়িত্বও পালন করে যাচ্ছিলেন।
Published at : 01 Feb 2022 07:05 PM (IST)
আরও দেখুন






















