এক্সপ্লোর
Special Train Announced: তারকেশ্বরে শুরু শ্রাবণী মেলা, যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ রেলের
Howrah-Tarakeshwar Special Train for Shravani Mela: শ্রাবণী মেলায় তারকেশ্বরে বিপুল ভক্ত সমাগম। আর তাঁদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ রেলের।
ফাইল ছবি
1/8

শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে ভক্ত সমাগম। শিব দর্শনের জন্য বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন ভক্তরা। এবার তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল পূর্ব রেল।
2/8

গতকাল ১৭ জুলাই থেকে বিশেষ ট্রেন চালানো শুরু করেছে পূর্ব রেল। আগামী ১৯ অগাস্ট পর্যন্ত এই ট্রেন চলবে বলে পূর্ব রেল সূত্রে খবর।
3/8

পূর্ব রেল জানিয়েছে, রবিবার , সোমবার ও ছুটির দিন গুলিতে কিছু বিশেষ লোকাল চালানো হচ্ছে।
4/8

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই হাওড়া-তারকেশ্বর রুটে এবং শেওড়াফুলি-তারকেশ্বর রুটে এই ট্রেন চালানো হচ্ছে।
5/8

রেলের তরফে জানানো হয়েছে, শেওড়াফুলি ও তারকেশ্বরর মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, ০৯:২০, ১৬:২০ এবং ১৯:৪০-এ ছাড়বে। তারকেশ্বরে পৌঁছবে যথাক্রমে সকাল ০৭:৪৫, ১০:১৫, ১৭:১০ এবং ২০:৩০-এ পৌঁছাবে।
6/8

উল্টো পথে, তারকেশ্বর থেকে শেওড়াফুলি ইএমইউ স্পেশাল ট্রেনগুলি সকাল ০৫:৫৫, ০৮:১০, ১৪:৫০ এবং ১৮:৪০-এ ছেড়ে শেওড়াফুলিতে যথাক্রমে সকাল ০৬:৪৫, ০৯:০৩, ১৫:৪০ এবং ১৯:৩০-এ পৌঁছাবে।
7/8

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পুণ্যার্থীদের হাওড়া থেকে তারকেশ্বর নিয়ে যেতে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়বে সকাল ০৪:০৫ ও দুপুর ১২:৫০-এ। তারকেশ্বরে পৌঁছবে সকাল ০৫:৩৫ ও বিকাল ১৪:২০-এ।
8/8

একইভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়ায় ফেরার জন্য, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তরাকেশ্বর থেকে সকাল ১০:৫৫ ও রাত ২১:১৭-এ ছাড়বে। হাওড়ায় ১২:৩০ ও রাত ২২:৪৫-এ পৌঁছবে।
Published at : 18 Jul 2024 06:10 PM (IST)
View More
Advertisement
Advertisement























