এক্সপ্লোর
Birbhum: প্রাচীনকাল থেকেই এখানে পূজিতা দেবী, বিশেষ তিথিতে উপচে পড়ে ভিড়, বসে মেলাও
Maghi Purnima: প্রতি বছরের মত এ বছরও মাঘ পূর্ণিমার এই বিশেষ দিনটিতে হয় মায়ের বিশেষ পূজা অর্চনা।
নিজস্ব চিত্র
1/10

৫১ সতী পীঠের অন্যতম পীঠ হল বীরভূমে (Birbhum) লাভপুরের (Labhpur) মা ফুল্লরা। প্রতি বছরের মত এ বছরও মাঘ পূর্ণিমার এই বিশেষ দিনটিতে হয় মায়ের বিশেষ পূজা অর্চনা।
2/10

প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে নন্দগিরি মহারাজ কেদারনাথ থেকে স্বপ্নাদেশ পেয়ে লাভপুরে এসেছিলেন। তখন এই এলাকা গভীর জঙ্গলে ঢাকা। সেখানেই জঙ্গলের ভিতরে খুঁজে পেয়েছিলেন শিলাখণ্ড। তারপর সেখানেই তৈরি হয় মন্দির। কথিত রয়েছে, দেবী সতীর এখানে ঊর্ধ্ব ওষ্ঠ পড়েছিল, প্রাচীনকালে এই স্থানের নাম ছিল অট্টহাস।
Published at : 05 Feb 2023 09:48 PM (IST)
আরও দেখুন






















