এক্সপ্লোর
KMC Election Result 2021: প্রথমবার ভোটের ময়দানে লড়াই, নজরকাড়া ফল প্রার্থীদের
ফাইল ছবি
1/10

“এই ওয়ার্ডে জন্মভূমি এবং কর্মভূমি।’’ প্রথম দিন প্রচারে বেরিয়ে বলেছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। সেই "জন্মভূমি এবং কর্মভূমি"-তে জয়ী হলেন মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ।
2/10

কর্পোরেট চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। এবারই প্রথমবার নেমেছিলেন ভোটের ময়দানে। আর যে পরীক্ষায় সফল হলেন সৌরভ বসু। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৮৮৩ ভোটে জিতেছেন সৌরভ বসু।
3/10

পেশায় চিকিৎসক তৃণমূল প্রার্থী কাকলি সেন। ভোটের ময়দানে নেমে সফল তিনি। ২ নম্বর ওয়ার্ডে জিতলেন কাকলি।
4/10

কলকাতা পুরসভার ৯৬ ওয়ার্ডে জয়ী হলেন বসুন্ধরা গোস্বামী। ৫ হাজার ৮৮৭ ভোটে জয়ী হলেন প্রয়াত প্রাক্তন বাম নেতা তথা ৯৬ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী।
5/10

কলকাতা পুরভোটে ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী করেছিল মনীষা বসুকে। সেই ভরসা রাখলেন তিনি। জয়ী হলেন মনীষা বসু।
6/10

চলতি বছর জানুয়ারি মাসে যোগ দিয়েছিলেন তিনি। ৪৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রাক্তন ক্রিকেট কর্তা বিশ্বরূপ দে। প্রথমবার ভোটের ময়দানে নেমে জয়ী হলেন তিনি।
7/10

১১৯ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। প্রথমবার ভোটের ময়দানে নেমেই জয়ের মুকুট। জয়ী হলেন তৃণমূল প্রার্থী কাকলি বাগ
8/10

কলকাতা হাইকোর্টের দুঁদে আইনজীবী। এজলাসে বড় বড় মামলা লড়েছেন। তিনিই এবার জনতার এজলাসে বড়সড় পরীক্ষাতেও পাশ। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অয়ন চক্রবর্তী।
9/10

ভোটের ময়দানে পাঁজা পরিবারের তৃতীয় প্রজন্ম, শশী পাঁজার মেয়ে পূজা। ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছিল তাঁকে। জয়ী হলেন তিনি।
10/10

সন্দীপন বিদায়ী পুরবোর্ডে ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ৫৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছিল তাঁকে। বাবা বিধায়ক স্বর্ণকমল সাহা। এবার ৫৮ নম্বর ওয়ার্ডে জয়লাভ তাঁর।
Published at : 21 Dec 2021 02:10 PM (IST)
Tags :
TMC Kmc Bharatiya Janata Party Firhad Hakim Calcutta HC Sovan Chatterjee Kolkata Municipal Corporation State Election Commission KMC Election Kolkata Municipal Election 2021 Kolkata Municipal Election West Bengal State Election Commission Kolkata Municipal Corporation Election SEC KMC Election 2021 KMC Election Result 2021 Kolkata Municipal Election Result 2021আরও দেখুন
Advertisement
Advertisement






















