এক্সপ্লোর
Partha Chatterjee : 'আরে দাঁড়ান...পড়ে যাব', আদালত থেকে বেরিয়ে কেন চেঁচিয়ে উঠলেন পার্থ
Partha Chatterjee News : ‘আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট, পরিবারের সবাই উচ্চ শিক্ষিত’ আদালতে আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের
Partha Chatterjee : '২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ', আদালতে পার্থ আজ নতুন কী বললেন
1/9

ED গ্রেফতার করার পর ৬০ দিন হয়ে গেছে। ED চার্জশিট দিতে না পারলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যেতে পারেন, তাই এবার CBI-এর FIR এ নাম না থাকলেও পার্থকে হেফজাতে নিতে চাইছে CBI।
2/9

নিয়োগ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, হেফাজতে নেওয়া প্রয়োজন, আদালতে দাবি সিবিআই-এর। অন্যদিকে ফের একবার জামিন চাইলেন পার্থ। বলেন, ‘ইডি দু’মাস ধরে জেলে রেখেছে, এবার সিবিআই হেফাজতে চাইছে’
3/9

প্রাক্তন শিক্ষামন্ত্রী আরও একবার নিজের অসুস্থতার কথা বলে জামিনের আর্জি জানান। ২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, জামিন দেওয়া হোক, আদালতে আবেদন পার্থর।
4/9

তাঁর আইনজীবী বলেন, ' তাঁর ৭০ বছর বয়স, অসুস্থ। CBI চাইলে বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।'
5/9

SSC নিয়োগ দুর্নীতি বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। পার্থ আদালতে জানান, ‘এসএসসি প্রাথমিক বোর্ড কমিটি স্বশাসিত, আমার তাতে কোনও নিয়ন্ত্রণ ছিল না’।
6/9

‘আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট, পরিবারের সবাই উচ্চ শিক্ষিত’ আদালতে আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের
7/9

অন্যদিকে সিবিআই সওয়াল করে, ‘নিয়োগ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়’ । আরও অনেক বড় অফিসার কেলেঙ্কারিতে যুক্ত, আদালতে দাবি সিবিআই-এর
8/9

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের নাম কোনও FIR-এ নেই। CBI, ED ষড়যন্ত্র করে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখতে চাইছে।
9/9

এই মামলায় ইতিমধ্যেই শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহাকে সিবিআই গ্রেফতার করেছে।
Published at : 16 Sep 2022 03:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























