এক্সপ্লোর
Vande Bharat Express: পুজোর মুখে বাংলার ঘরে জোড়া 'বন্দে ভারত', কী কী পরিবর্তন আনল রেল?
New Vande Bharat Express: নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রেকগুলিতে নতুন কিছু পরিবর্তন এনেছে রেল
ছবি সৌজন্যে-পিটিআই
1/8

পুজোর মুখে বাংলার ঘরে এল জোড়া 'বন্দে ভারত'। রবিবার ভার্চুয়াল মাধ্যমে ১১টি রাজ্যে ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলা যে দু'টি সেমি হাইস্পিড ট্রেন পেল সেগুলি হল হাওড়া-পাটনা ও হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।
2/8

নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রেকগুলিতে নতুন কিছু পরিবর্তন এনেছে রেল। রেলযাত্রাকে আরও আরামদায়ক করতেই এই উদ্যোগ। আসন আগের থেকে বেশি হেলানো যাবে। আসনের গদি তুলোর নরম। ফলে বেশি আরাম পাবেন যাত্রীরা।
Published at : 24 Sep 2023 06:34 PM (IST)
আরও দেখুন






















