এক্সপ্লোর
Droupadi Murmu in Kolkata: কলকাতায় রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
CM welcomed President: দু’দিনের সফরে আজ কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কালও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।
কলকাতায় রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
1/10

দু’দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এটাই দ্রৌপদী মুর্মুর প্রথম বঙ্গ সফর।
2/10

আজ বেলা সোয়া ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড, এটিএম রোড। বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড, এজেসি বোস উড়ালপুল, পশ্চিমমুখী এজেসি বোস রোড, ডিএল খান রোড এবং শরৎ বোস রোড।
Published at : 27 Mar 2023 01:21 PM (IST)
আরও দেখুন






















