এক্সপ্লোর
Rupankar On KK : 'নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে' KK প্রসঙ্গে মন্তব্য নিয়ে ফের দুঃখপ্রকাশ রূপঙ্করের

KK প্রসঙ্গে মন্তব্য নিয়ে ফের দুঃখপ্রকাশ রূপঙ্করের
1/10

ক্ষমা চেয়েছেন। তবু আক্রমণ পিছু ছাড়েনি তাঁর। কে কে-র মৃত্যর আগে করা সেই লাইভ নিয়ে আজও আক্রমণে বিদ্ধ রূপঙ্কর।
2/10

সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও তাঁর নিন্দা। 'কে কে’র থেকে আমরা সবাই ভাল গান গাই। আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো?’ কে কে-র মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, রূপঙ্কর বাগচীর ফেসবুক লাইভ ঘিরে বিতর্কের ঝড় ওঠে।
3/10

তিনদিন পর, শুক্রবার সামনে এসে, তা নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। রূপঙ্করের বক্তব্য ছিল, কেকে নয়, তাঁর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা প্রসঙ্গে বলতে চেয়েছিলেন তিনি।
4/10

'সোশাল মিডিয়ায় সেদিনের মন্তব্যের মধ্যে রূপঙ্কর বাগচী ছিল না' এবার এবিপি আনন্দ-কে একান্ত সাক্ষাৎকারে জানালেন গায়ক।
5/10

' পরে নিজেই নিজের বক্তব্যের মধ্যে নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে' বলেন রূপঙ্কর।
6/10

তিনি এও বলেন, ' যাঁরা এই আক্রমণগুলি করছেন, তাঁরা কোনও না কোনও সময় আমার গান শুনেছেন, আমায় ভালওবাসেন'
7/10

তাঁর মুখ থেকে এমন কথা শুনবেন, আশা করেননি বলেই মানুষ এমন প্রতিক্রিয়া দিয়েছেন বলে মনো করেন রূপঙ্কর।
8/10

সেদিন সাংবাদিক বৈঠকেও রূপঙ্কর বলেছিলেন, ' প্রথমেই কেকে’র পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ করছি। এখানে পৌঁছনোর আগে পোস্ট ডিলিট করেছি। মুম্বইবাসী পরিবারের কাছে জানাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত।'
9/10

তারপরও সেই বিতর্ক না থামায় এবিপি আনন্দ-র দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করলেন রূপঙ্কর। জানালেন, ' সেদিনের মন্তব্যের মধ্যে রূপঙ্কর বাগচী ছিল না'
10/10

আবারও নিঃশর্ত দুঃখপ্রকাশ করলেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। কিন্তু কেকে ভক্তদের মন থেকে সেদিনের ঘা শুকোয় কিনা সেটাই দেখার। সাক্ষাৎকার - সঞ্চয়ন মিত্র
Published at : 11 Jun 2022 04:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
