এক্সপ্লোর
Abhishek Banerjee: বকেয়া চেয়ে পথে অভিষেক! পায়ে পায়ে রাজভবন অভিযান তৃণমূলের!
TMC March to Raj Bhaban:দিল্লিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার কেন্দ্রীয় বকেয়ার দাবিতে রাজভবন অভিযান করবে তৃণমূল।
![TMC March to Raj Bhaban:দিল্লিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার কেন্দ্রীয় বকেয়ার দাবিতে রাজভবন অভিযান করবে তৃণমূল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/c269190ba3e5b37c385def8f135d3b121696520083358385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র
1/10
![কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে বাংলার। এই বকেয়া নিয়ে দীর্ঘ দিন ধরে চলছে কেন্দ্র ও রাজ্যের টানাপড়েন। সেই বকেয়ার দাবিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করেছিল তৃণমূল। রাজঘাটে-কৃষিভবনে বিক্ষোভ আন্দোলন নিয়ে তৃণমূল-বিজেপি টানাপড়েন হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/96d958c27cb3e96b67f79434edcaf9f7776e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে বাংলার। এই বকেয়া নিয়ে দীর্ঘ দিন ধরে চলছে কেন্দ্র ও রাজ্যের টানাপড়েন। সেই বকেয়ার দাবিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করেছিল তৃণমূল। রাজঘাটে-কৃষিভবনে বিক্ষোভ আন্দোলন নিয়ে তৃণমূল-বিজেপি টানাপড়েন হয়েছে।
2/10
![দিল্লিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার বকেয়ার দাবিতে রাজভবন অভিযান করবে তৃণমূল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/33174b42d8d9ad9dc573a923f6f5f1c08a9f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিল্লিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার বকেয়ার দাবিতে রাজভবন অভিযান করবে তৃণমূল।
3/10
![সেই মতো রাজভবনের সামনে ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে এবং আবাস যোজনায় বাংলার বকেয়ার দাবিতে বিক্ষোভ অবস্থানে বসেন তৃণমূল নেতা-বিধায়ক-সাংসদরা। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/ece4cd2c383a8d47f46fbf4beded276f428d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সেই মতো রাজভবনের সামনে ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে এবং আবাস যোজনায় বাংলার বকেয়ার দাবিতে বিক্ষোভ অবস্থানে বসেন তৃণমূল নেতা-বিধায়ক-সাংসদরা। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
4/10
![অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবার রাজভবন অভিযান করে তৃণমূল। পথে নামেন তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মী। নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/ef47a584e4eba43d2a120939b08da388add74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবার রাজভবন অভিযান করে তৃণমূল। পথে নামেন তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মী। নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
5/10
![অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজভবন চলো অভিযানে সামিল হয়েছিলেন সিঙ্গুরের তৃণমূল কর্মীরাও। সকাল সকাল ট্রেনে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেন তাঁরা। তৃণমূল কর্মীদের মুখে স্লোগান, হাতে পোস্টার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/4b7fa7cfdd65a6f627626219ba87f82b9cb8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজভবন চলো অভিযানে সামিল হয়েছিলেন সিঙ্গুরের তৃণমূল কর্মীরাও। সকাল সকাল ট্রেনে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেন তাঁরা। তৃণমূল কর্মীদের মুখে স্লোগান, হাতে পোস্টার।
6/10
![দিল্লির মাটি থেকেই 'রাজভবন চলো' অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের সেই কর্মসূচি আয়োজন হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/822771bdc6ae0026750eae97f5e697aa59aea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিল্লির মাটি থেকেই 'রাজভবন চলো' অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের সেই কর্মসূচি আয়োজন হয়।
7/10
![দুপুর আড়াইটেয় রবীন্দ্র সদনে জমায়েত হয়। পার্ক স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল যায় রাজভবন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/b36667e57c342441bda2ad49a1eef9a19765f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুপুর আড়াইটেয় রবীন্দ্র সদনে জমায়েত হয়। পার্ক স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল যায় রাজভবন।
8/10
![বিভিন্ন জেলা থেকে এই দিনের মিছিলে যোগ দেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/d1621e1ed5d7ce2e9f122493add2d78fb87c2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিভিন্ন জেলা থেকে এই দিনের মিছিলে যোগ দেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
9/10
![এদিনের মিছিলে যোগ দেন শান্তনু সেন, অরূপ বিশ্বাস, মদন মিত্র, সায়নী ঘোষ, শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সুব্রত বক্সি, শতাব্দী রায়, ফিরহাদ হাকিম-সহ অনেকেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/353d25395cf7fa2c6e90da9697a3043fec96c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিনের মিছিলে যোগ দেন শান্তনু সেন, অরূপ বিশ্বাস, মদন মিত্র, সায়নী ঘোষ, শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সুব্রত বক্সি, শতাব্দী রায়, ফিরহাদ হাকিম-সহ অনেকেই।
10/10
![এদিন তৃণমূলের রাজভবন অভিযানে দেখা গিয়েছে অধ্যাপকদের একটি অংশ এবং প্রাক্তন উপাচার্যদেরও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/803787bc97a2680f773c2b8e0fc8809e11846.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন তৃণমূলের রাজভবন অভিযানে দেখা গিয়েছে অধ্যাপকদের একটি অংশ এবং প্রাক্তন উপাচার্যদেরও।
Published at : 05 Oct 2023 09:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)