এক্সপ্লোর
Weather Update: নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা, চৈত্রের শেষে পুড়ছে বাংলা
West Bengal Weather Forecast: বসন্তদিনের নিঃশ্বাসেই যদি এই অবস্থা হয়, তাহলে গ্রীষ্মের দহন দিনে কী হবে। ভেবেই গলদঘর্ম হচ্ছে আম জনতা।
ছবি সৌজন্যে-পিটিআই
1/8

চৈত্রের শেষে পুড়ছে বাংলা। নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা। আগামী ৩-৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ থেকে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর।
2/8

বসন্তদিনের নিঃশ্বাসেই যদি এই অবস্থা হয়, তাহলে গ্রীষ্মের দহন দিনে কী হবে। ভেবেই গলদঘর্ম হচ্ছে আম জনতা। আবহাওয়া দফতর জানিয়েছে, মাঝেমধ্যে আকাশ মেঘলা হলেও । রীতিমতো তাপদাহে পুড়বে বাংলা। দক্ষিণবঙ্গে চলবে শুকনো গরমের স্পেল।
Published at : 07 Apr 2023 05:46 PM (IST)
আরও দেখুন






















