এক্সপ্লোর
West Bengal Weather: তাপপ্রবাহের সতর্কতার মাঝেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কবে কোথায়?
Weather Update: বঙ্গে ফের বাড়বে গরম। জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথায় কবে হবে বৃষ্টিপাত?
![Weather Update: বঙ্গে ফের বাড়বে গরম। জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথায় কবে হবে বৃষ্টিপাত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/c203a48c7a92e96770ae687f9f1c40c11715795195444229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সৌজন্য: পিটিআই
1/10
![দিন কয়েকের স্বস্তি ইতিমধ্যেই শেষ। ফের তীব্র তাপপ্রবাহের সতর্কতা রাজ্যজুড়ে। বৃষ্টির আমেজ কাটিয়ে ইতিমধ্যেই রোদে পুড়তে শুরু করেছে বাংলা। কবে ফের বদলাবে আবহাওয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/d255a4d93140ec05ad9a5bd3324b41f3395cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিন কয়েকের স্বস্তি ইতিমধ্যেই শেষ। ফের তীব্র তাপপ্রবাহের সতর্কতা রাজ্যজুড়ে। বৃষ্টির আমেজ কাটিয়ে ইতিমধ্যেই রোদে পুড়তে শুরু করেছে বাংলা। কবে ফের বদলাবে আবহাওয়া?
2/10
![বঙ্গে ফের বাড়বে গরম। জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/4f1b5ca12cb00c83cb20ed351a107c275f747.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বঙ্গে ফের বাড়বে গরম। জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
3/10
![অন্যদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।আগামী পাঁচ দিন ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/7d367f5751b69fd7f25e14ac7dd5093379ab9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।আগামী পাঁচ দিন ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
4/10
![এদিকে, পারদ চড়লেও আগামীকাল মূর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় কালও হালকা বৃষ্টি হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/2f2381b1217ecfa61dac6b7292e7c7e3d4d67.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিকে, পারদ চড়লেও আগামীকাল মূর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় কালও হালকা বৃষ্টি হতে পারে।
5/10
![১৭ তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার, পরশুদিন দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের শুধুমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/39078624e78dd3d8c378cf4b130949da3ca9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৭ তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার, পরশুদিন দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের শুধুমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।
6/10
![দক্ষিণবঙ্গে একই আবহাওয়া থাকবে শনিবারও। এদিন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা বেশি থাকবে এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/0dd32743cecab7116de366e12ee2cd91b0fd5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণবঙ্গে একই আবহাওয়া থাকবে শনিবারও। এদিন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা বেশি থাকবে এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে।
7/10
![উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। দার্জিলিঙে ঝড় বৃষ্টি হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/e9fdeeae568cb41e060563a22c6e80b158609.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। দার্জিলিঙে ঝড় বৃষ্টি হতে পারে।
8/10
![আগামী রবিবার, ১৯ তারিখ পশ্চিমের জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অনেকটা জায়গাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/6b8f2c59272cfcbc41cb32c2bd6f9679a0b96.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী রবিবার, ১৯ তারিখ পশ্চিমের জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অনেকটা জায়গাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
9/10
![আগামী সোমবার, ২০ তারিখ রাজ্যে পঞ্চম দফার লোকসভা ভোট। সেই ভোটের দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/16c2fdf085d2db3cfef9c96a238c94e0ee917.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী সোমবার, ২০ তারিখ রাজ্যে পঞ্চম দফার লোকসভা ভোট। সেই ভোটের দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
10/10
![চতুর্থ ও পঞ্চম দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৮ ও ১৯ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/e4061bb348b71fd5ad4a471beb69defe3dd83.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চতুর্থ ও পঞ্চম দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৮ ও ১৯ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে।
Published at : 15 May 2024 11:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)