এক্সপ্লোর
Weather Update: দক্ষিণে কমলেও উত্তরে বাড়বে বৃষ্টি, কার্নিভাল-লক্ষ্মীপুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Weather Forecast: রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ এবং দাপট ক্রমশ কমবে। তবে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং দাপট বাড়বে রবিবার থেকে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও, উত্তরে বাড়বে বর্ষণ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছুক্ষণের জন্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা - এই জেলাগুলিতে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। রবিবার রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো। তার আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ারই সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ এবং দাপট ক্রমশ কমবে। তবে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং দাপট বাড়বে রবিবার থেকে।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। সোমবারে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার - এই দুই জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। সঙ্গে বইবে দমকা হাওয়া।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ উত্তরের বেশিরভাগ জেলাতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Published at : 04 Oct 2025 11:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























