এক্সপ্লোর
IAS Success Story: প্রবল অভাব, পড়াশোনার খরচ চালানোই দুষ্কর- হাল না ছেড়ে ২১ বছরেই IAS আনসার
Ansar Shaikh: অভাব কখনও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। IAS আনসার শেখ নিজের জীবন দিয়ে এই সার সত্য বুঝিয়ে দিয়েছেন। কেমন ছিল তাঁর লড়াই ? জানুন তাঁর সাফল্যের কাহিনি।

ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
1/10

লক্ষ্যে অবিচল থাকলে যে কোনও বাধাই তুচ্ছ মনে হয়। অভাব কখনও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। IAS আনসার শেখ নিজের জীবন দিয়ে এই সার সত্য বুঝিয়ে দিয়েছেন। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
2/10

মহারাষ্ট্রের জালনা গ্রামের মারাঠওয়াড়া গ্রামে বড় হন আনসার শেখ। তাঁর বাবা অটোরিকশা চালাতেন আর সংসার প্রতিপালনের জন্য তাঁর মাকেও ক্ষেতে কাজ করতে হত। ছোট ভাই আনিস স্কুলে পড়ত। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
3/10

এতই অভাব যে পড়াশোনার খরচ চালানোই দুষ্কর। বাধ্য হয়ে সংসার সামলাতে আনিসকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এদিকে ছোটবেলা থেকেই আনসার চাইতেন IAS হতে। কিন্তু পড়ার খরচ জোগাবে কে ? ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
4/10

দাদার স্বপ্নপূরণের জন্য, যাতে আনসার ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেন তার জন্য আনিস সপ্তম শ্রেণির পর পড়াশোনা ছেড়ে গ্যারেজে কাজ করতে শুরু করেছিল। সেই টাকাতেই চলত সংসার। আনসারের উপর আঁচও আসত না। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
5/10

সংসারে অভাব ছিল, দারিদ্র্য ছিল, কষ্ট ছিল প্রবল। কিন্তু তারপরেও আনসারের পরিবার চেয়েছিল যাতে আনসার পড়াশোনাটাকেই বেশি গুরুত্ব দিতে পারেন। পড়াশোনাটাকে আরও এগিয়ে নিয়ে যান। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
6/10

২০১২ সালে পুনের ফার্গুসন কলেজে তিনি যখন ভর্তি হন, তাঁর কেবলমাত্র দু-জোড়া জামা ছিল আর মায়ের সঙ্গেই তিনি থাকছিলেন তখন। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
7/10

আনসারের ভাই বাবার হাতে তুলে দিত ৬০০০ টাকা যা থেকে খানিক সঞ্চয়ের জন্য রেখে দিয়ে সেই টাকাটা আনসারকে দেওয়া হত পড়াশোনা চালানোর জন্য। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
8/10

এই ফার্গুসন কলেজে পড়ার সময়েই UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন আনসার শেখ। UPSC-তে রাষ্ট্রবিজ্ঞান আর মরাঠি ভাষা ছিল তাঁর ঐচ্ছিক বিষয়। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
9/10

দিনে পড়তেন ১০-১২ ঘণ্টা। নিষ্ঠা ছিল, কঠোর পরিশ্রম আর লক্ষ্যে অটল থেকেই সাফল্য এসেছে আনসারের জীবনে। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
10/10

২০১৬ সালে পরীক্ষায় বসেন আনসার শেখ আর সেই প্রথম পরীক্ষাতেই UPSC জয় ! ২১ বছর বয়সে IAS হয়ে তাক লাগিয়ে দেন আনসার। দেশের কনিষ্ঠতম IAS অফিসার সম্ভবত তিনিই। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
Published at : 02 Feb 2024 10:43 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
