এক্সপ্লোর
IAS Success Story: প্রবল অভাব, পড়াশোনার খরচ চালানোই দুষ্কর- হাল না ছেড়ে ২১ বছরেই IAS আনসার
Ansar Shaikh: অভাব কখনও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। IAS আনসার শেখ নিজের জীবন দিয়ে এই সার সত্য বুঝিয়ে দিয়েছেন। কেমন ছিল তাঁর লড়াই ? জানুন তাঁর সাফল্যের কাহিনি।
ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
1/10

লক্ষ্যে অবিচল থাকলে যে কোনও বাধাই তুচ্ছ মনে হয়। অভাব কখনও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। IAS আনসার শেখ নিজের জীবন দিয়ে এই সার সত্য বুঝিয়ে দিয়েছেন। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
2/10

মহারাষ্ট্রের জালনা গ্রামের মারাঠওয়াড়া গ্রামে বড় হন আনসার শেখ। তাঁর বাবা অটোরিকশা চালাতেন আর সংসার প্রতিপালনের জন্য তাঁর মাকেও ক্ষেতে কাজ করতে হত। ছোট ভাই আনিস স্কুলে পড়ত। ছবি- আনসার শেখের ইনস্টাগ্রাম
Published at : 02 Feb 2024 10:43 AM (IST)
আরও দেখুন






















